এক নম্বর টেনিসে খেলোয়াড়কে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন এলেনা রায়বাকিনা। এই প্রথম কোনও কাজাক খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসে খেতাব জিতলেন। এলেনার এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম খেতাব। এর আগে ২০২২ উইম্বলডনে খেতাব জিতেছিলেন।

Elena Rybakina Stuns Aryana Sabalenka: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2026) টেনিসে রূপকথার জয় অব্যাহত থাকল। পুরুষদের সেমিফাইনালে এক পায়ে আলকারাজের জয়, বুড়ো বয়সে নোভাক জকোভিচের পিছিয়ে থেকে ফাইনালে ওঠার পর এবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে রূপকথা। শনিবার ফাইনালে অপরাজেয় তকমা পাওয়া দুনিয়ার এক নম্বর টেনিসে খেলোয়াড়কে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন এলেনা রায়বাকিনা। এই প্রথম কোনও কাজাক খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসে খেতাব জিতলেন। এলেনার এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম খেতাব। এর আগে ২০২২ উইম্বলডনে খেতাব জিতেছিলেন। সেটাই ছিল কাজাকাস্তানের কোনও মহিলার জেতা প্রথম গ্র্যান্ডস্লাম। রাশিয়ার মস্কোতে জন্ম হলেও আর্থিক কারণে ২০১৮ সালে কাজাকাস্তানে চলে গিয়ে নাগরিকত্ব নেন রায়বাকিনা। কাজকাস্তানের ৬ ফুট লম্বা সুন্দরী রাইবাকিনা ফাইনালে ৬-৪, ৪-৬, ৬-৪ হারালেন শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে। পুরো টুর্নামেন্টে শুধু ফাইনালে একটা মাত্র সেট হেরে চ্যাম্পিয়ন হলেন কাজাকিস্তানের ২৬ বছরের তারকা টেনিস খেলোয়াড়। জিমন্যাস্টিক, ফিগার স্টেকিং খেলা দিয়ে শুরু করলেও বাবার কথা শুনে টেনিস খেলা শুরু করে ইতিহাস গড়ছেন রায়বাকিনা। এদিন কাজাক কন্যা পেশাদার টেনিসের চতুর্থ মহিলা হিসাবে গ্র্যান্ডস্লাম জয়ের পথে দুনিয়ার এক নম্বর ও দুই নম্বর খেলোয়াড়কে হারালেন। প্রসঙ্গত, ফাইনালে বিশ্বের এক নম্বর সাবালেঙ্কাকে হারানোর পাশাপাশি শেষ আটের ম্য়াচে দুনিয়ার দু নম্বর ইগা স্কোয়াতিককে পরাস্ত করেছিলেন রায়বাকিনা।

একেবারে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন দুনিয়ার এক নম্বর সাবালেঙ্কা

একেবারে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন সাবালেঙ্কা। পঞ্চম বাছাই রায়বাকিনাকে কত তাড়াতাড়ি ফাইনালে হারাবেন সাবাবলেঙ্কা সেটা নিয়ে বাজি লড়েছিলেন অনেকে। বিশেষজ্ঞরাও বলেছিলেন, বেলারুশের কন্যার টানা তিনটি গ্র্য়ান্ডস্ল্যাম খেতাব জেতা সময়ের অপেক্ষা। সাবালেঙ্কা গত বছর তিনটি গ্র্যান্ডস্লামের ওঠার পাশাপাশি জিতেছিলেন উইম্বলডন ও ইউ এস ওপেন। গত তিনটি মরসুমে একটি গ্র্য়ান্ডস্লামেরও সেমিফাইনালে পর্যন্ত উঠতে পারেননি। এমন অবস্থা থেকে সব হিসাবে উল্টে হট ফেভারিট সাবালেঙ্কাকে হারিয়ে অজি ওপেনের মুকুট পরলেন রায়বাকিনা। আরও পড়ুন-Ranji Trophy 2026: রঞ্জিতে দাপট বাংলার! শাহবাজ আহমেদের দুরন্ত বোলিং-এ ভর করে হরিয়ানার বিরুদ্ধে ১৮৮ রানে জয়

কাপ জয়ের মুহূর্তে

Scroll to load tweet…

রবিবার ফাইনালে জকোভিচ বনাম আলকারাজ

রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নামছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ ও শীর্ষ বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। নিজের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নামবেন জকোভিচ। ৩৮ বছরের জকোভিচের সঙ্গে আলকারাজের বয়সের ব্যবধান ১৬। অন্যদিকে, সবচেয়ে কম বয়সে চারটি গ্র্যান্ডস্লাম অন্তত একবার জয়ের বিষয়ে নজির গড়তে নামবেন আলকারাজ। এর আগে টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলকারাজ দুবার করে উইম্বলডন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছেন। তবে এখনও একবারও বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি আলকারাজ। সেমিফাইনালে মারাত্মক চোট নিয়েও অবিশ্বাস্য খেলে জেভেরেভকে হারিয়ে এবারই প্রথম অজি ওপেনের ফাইনালে খেলবেন স্পেনের মহাতারকা এই খেলোয়াড়। অন্যদিকে, সেমিফাইনালে একেবারে হিসাবের বাইরে গিয়ে, একেবারে অপ্রত্যাশিতভাবে অপ্রতিরোধ্য ইয়ানিক সিনারকে হারিয়ে তাঁর ৩৮তম গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠেন জকোভিচ। ররিবার জিতলে সেরেনা উইলিয়ামসের রেকর্ড ছুঁয়ে ২৫টি গ্র্যান্ডস্লাম জিতে বড় ইতিহাস গড়বেন জকোভিচ। পাশাপাশি বারবার ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতার হাতছানি জোকারের সামনে।