2026 ICC Men's T20 World Cup: প্রায় এক মাস আগে টি-২০ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তবে সেই দলে বদল আনা হল। শনিবার চূড়ান্ত দল ঘোষণা করা হল।
KNOW
Australia Cricket Team: কোমরের চোট সারিয়ে ফিট হয়ে উঠতে না পারায় টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু চোট না সারায় এই অলরাউন্ডারকে চূড়ান্ত দলে রাখা সম্ভব হল না। তাঁর পরিবর্তে দলে জায়গা পেলেন বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis)। চোটের জন্য কামিন্সের ছিটকে যাওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া দলে আর এক উল্লেখযোগ্য বিষয় হল স্টিভ স্মিথের (Steve Smith) বাদ পড়া। সম্প্রতি বিগ ব্যাশ লিগে (Big Bash League 2025-26) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার। তিনি ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৭.৯৭। কিন্তু এই পারফরম্যান্সের পরেও টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেলেন না স্মিথ।
প্রাথমিক দল থেকে বাদ ম্যাথু শর্ট
ক্রিকেট অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করেছিল, সেই দলে ছিলেন ম্যাথু শর্ট (Matthew Short)। কিন্তু এবার চূড়ান্ত ১৫ জনের দলে তিনি জায়গা পেলেন না। শর্টের পরিবর্তে দলে জায়গা পেলেন ম্যাথু রেনশ (Matthew Renshaw)। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা মিডল অর্ডারকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। টপ অর্ডারে একাধিক ভালো ব্যাটার আছেন। এই কারণেই শর্টের বদলে রেনশকে দলে নেওয়া হল।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল-
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। এছাড়া দলে আছেন জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett), কুপার কনোলি (Cooper Connolly), টিম ডেভিড (Tim David), বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis) ক্যামেরন গ্রিন (Cameron Green), নাথান এলিস (Nathan Ellis), জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ট্রেভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis), ম্যাথিউ কুনহেম্যান (Matthew Kuhnemann), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ম্যাথু রেনশ (Matthew Renshaw), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


