Bangladesh Shooting Team: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতে নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখছিল বাংলাদেশ সরকার। তারা ভারতে দল না পাঠিয়ে টি-২০ বিশ্বকাপ থেকে সরে গিয়েছে। কিন্তু এবার ভারতে আসছে বাংলাদেশের শ্যুটিং দল।

DID YOU
KNOW
?
বাংলাদেশের দ্বিচারিতা
বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়ার অনুমতি দেয়নি, কিন্তু শ্যুটিং দলকে ভারতে আসার অনুমতি দিয়েছে।

Asian Rifle and Pistol Shooting Championship 2026: যে ভারতে নিরাপত্তা নিয়ে আশঙ্কার জেরে ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে আসার পরামর্শ দেয়নি বাংলাদেশ সরকার, সেই ভারতেই বাংলাদেশের শ্যুটিং দলকে আসার অনুমতি দেওয়া হল। মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশ সরকারের এই ভোলবদল নিয়ে রাজনৈতিক ও ক্রীড়ামহলে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে বাংলাদেশ সরকারের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলছেন। ২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে (New Delhi) শুরু হচ্ছে এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুব ক্রীড়া মন্ত্রক শ্যুটিং দলকে নয়াদিল্লিতে আসার অনুমতি দিয়েছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কয়েকদিন আগে পর্যন্ত ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অনেক কথা বলছিলেন। কিন্তু তিনিই এবার শ্যুটিং দলকে ভারতে আসার অনুমতি দিলেন।

এখন আর নিরাপত্তার অভাব দেখছে না বাংলাদেশ

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রকের সচিব মহম্মদ মাহবুব-উল-আলম বলেছেন, ‘বাংলাদেশ দলে একজন মাত্র অ্যাথলিট এবং একজন কোচ আছেন। ফলে খুব ছোট দল। তাছাড়া আয়োজকরা আমাদের আশ্বাস দিয়েছেন, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। এই প্রতিযোগিতা হবে ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ফলে নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কার কোনও কারণ দেখছি না। সবদিক খতিয়ে দেখে সরকার শ্যুটিং দলকে যাওয়ার অনুমতি দিয়েছে।’

আইসিসি-কে বিশ্বাস করে না বাংলাদেশ!

বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের সচিবের বক্তব্য অনুযায়ী, শ্যুটিং প্রতিযোগিতার আয়োজকরা নিরাপত্তা নিয়ে যে আশ্বাস দিয়েছেন, তাতে তাঁরা সন্তুষ্ট। অথচ টি-২০ বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছিল আইসিসি। সেই আশ্বাসে সন্তুষ্ট হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার। এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন উঠছে। স্পষ্ট হয়ে যাচ্ছে, অন্ধ ভারত-বিরোধিতার জন্যই ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশের শ্যুটিং দল নির্বিঘ্নে ভারত সফর করতে পারবে বলেই আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।