- Home
- Sports
- Other Sports
- ৩১ বছর আগে জিতেছিলেন প্রথম ফর্মুলা ১ রেস, আবেগে চোখে জল মাইকেল শ্যুমাখারের অনুরাগীদের
৩১ বছর আগে জিতেছিলেন প্রথম ফর্মুলা ১ রেস, আবেগে চোখে জল মাইকেল শ্যুমাখারের অনুরাগীদের
- FB
- TW
- Linkdin
১৯৯২ সালে প্রথমবার ফর্মুলা ওয়ান রেস জেতেন জার্মানির মাইকেল শ্যুমাখার
১৯৯২ সালে বেলজিয়ান গ্র্যাঁ প্রি জয়ের মাধ্যমে ফর্মুলা ওয়ানের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেন জার্মানির মাইকেল শ্যুমাখার। তিনি প্রথম রেস জেতেন স্পা-ফ্র্যাঙ্করচ্যাম্পস সার্কিটে।
সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আবেগে মাইকেল শ্যুমাখারের অনুরাগীদের চোখে জল
সোশ্যাল মিডিয়া পোস্টে ৩১ বছর আগে প্রথম ফর্মুলা ওয়ান রেস জেতার স্মৃতিচারণা করেছেন মাইকেল শ্যুমাখার। সেই পোস্ট দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারছেন না অনুরাগীরা।
১৯৯১ সালে বেলজিয়ান গ্র্যাঁ প্রি-র মাধ্যমে ফর্মুলা ওয়ানে প্রবেশ, পরের বছর সেখানেই প্রথম জয়
১৯৯১ সালে জর্ডনের হয়ে রেস শুরু করেন মাইকেল শ্যুমাখার। এরপর তিনি বেনেটনে যোগ দেন। বেনেটনের হয়েই ফর্মুলা ওয়ানে প্রথম জয় পান শ্যুমাখার। তিনি ১৯৯৫ পর্যন্ত বেনেটনে ছিলেন।
২০০৬ সালে চাইনিজ গ্র্যাঁ প্রি-তে শেষবার সাফল্য পান মাইকেল শ্যুমাখার
২০০৬ সালের পর থেকে আর কোনও রেস জিততে পারেননি মাইকেল শ্যুমাখার। ২০১২ সালে তিনি ফর্মুলা ওয়ান থেকে অবসর নেন।
ভয়াবহ দুর্ঘটনার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি মাইকেল শ্যুমাখারকে
২০১৪ সালের জুনে হাসপাতাল থেকে ছাড়া পান মাইকেল শ্যুমাখার। এরপর থেকে তিনি অন্তরালেই আছেন। তাঁর পরিবারের লোকজনকেও প্রকাশ্যে দেখা যায় না।
১০ বছর ধরে বন্দির মতো জীবন কাটাচ্ছেন মাইকেল শ্যুমাখারারের স্ত্রী কোরিনা
মাইকেল শ্যুমাখার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। সবাইকে জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন বলে আর প্রকাশ্যে আসছেন না এই কিংবদন্তির স্ত্রী কোরিনা।
দুর্ঘটনার ১০ বছর পর এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেননি মাইকেল শ্যুমাখার
জর্ডন দলের কর্ণধার এডি জর্ডন জানিয়েছেন, মাইকেল শ্যুমাখার বেঁচে আছেন ঠিকই, কিন্তু তিনি যেন থেকেও নেই।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৯ বছর পরেও মাইকেল শ্যুমাখারের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাড়িতেই আছেন মাইকেল শ্যুমাখার। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।
মাইকেল শ্যুমাখার লড়াই করছেন, ৩ বছর আগে জানান ফেরারির কর্ণধার জিঁ টড
ফেরারির কর্ণধার জিঁ টড জানিয়েছেন, 'মাইকেল শ্যুমাখারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। ওকে একা থাকতে দেওয়া হোক। আমরা ওর পাশে আছি।'
বাড়িতেই এখনও চিকিৎসা চলছে মাইকেল শ্যুমাখারের, জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল
মাইকেল শ্যুমাখারকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী কোরিনা। বাড়িতেই গত ৯ বছর ধরে চলছে চিকিৎসা। এই কিংবদন্তির জন্য প্রার্থনা করছেন অনুরাগীরা।