সংক্ষিপ্ত

অলিম্পিক্সে এখনও পর্যন্ত মাত্র দু'জন ভারতীয় ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা।

অলিম্পিক্সে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জয়ের পিছনে ছিল এক বোতল জ্যাক ড্যানিয়েলস! এমনই জানিয়েছেন ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। একটি অনুষ্ঠানে অলিম্পিক্সে ভারতের হয়ে দ্বিতীয় ব্যক্তিগত সোনাজয়ী নীরজ চোপড়াকে পাশে নিয়ে অভিনব বলেছেন, 'আমি বেজিংয়ের উড়ান ধরার আগে জার্মানির মিউনিখে ছিলাম। হোটেল ছাড়ার আগে যখন ব্যাগ গোছাচ্ছিলাম তখন একবার মিনি বারে চোখ বোলাই। আমি পানাসক্ত না। কিন্তু তা সত্ত্বেও যখন মিনি বারে জ্যাক ড্যানিয়েলসের দু'টি ছোট বোতল চোখে পড়ে তখন সেগুলি ব্যাগে নিই। টয়লেট কিটের সঙ্গেই জ্যাক ড্যানিয়েলসের বোতলগুলি রেখে দিই। অলিম্পিক্স ফাইনালের আগের রাতে আমি মারাত্মক স্নায়ুর চাপে ভুগছিলাম। আমি ঘুমোতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল মারা যাই। তখনই জ্যাক ড্যানিয়েলসের বোতলগুলির কথা মনে পড়ে। আমি টয়লেট কিট থেকে বোতলগুলি বের করি এবং খেয়ে ফেলি। পরের দিন আমি অলিম্পিক্সে সোনা জিতি।'

অভিনব আরও বলেছেন, 'আত্মসম্মান যেমন আমার অস্ত্র ছিল, তেমনই জ্যাক ড্যানিয়েলসও সেদিন আমার প্রতিপক্ষদের হারাতে সাহায্য করেছিল।'

অভিনবর এই কাহিনি শুনে নীরজ বলেন, 'অন্য ইভেন্টের কথা বলতে পারব না, তবে শ্যুটারার নিশ্চয়ই এবার থেকে এই কৌশল অবলম্বন করতে চাইবেন। জ্যাক ড্যানিয়েলস যখন সোনার পদক পাইয়ে দিয়েছে, তখন এই কৌশল নেওয়াই যায়।'

এথেন্স, বেজিং ও লন্ডন অলিম্পিক্সে সাফল্য পান ভারতের শ্যুটাররা। পরপর ৩ বার অলিম্পিক্সে শ্যুটিং থেকে পদক আসে। ২০০৪ সালে এথেন্সে পুরুষদের ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে রুপো পান ক্যাপ্টেন রাজ্যবর্ধন সিং রাঠোর। এরপর ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতেন অভিনব। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শ্যুটিং থেকে জোড়া পদক পায় ভারত। পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে রুপো পান বিজয় কুমার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পান গগন নারাং। কিন্তু এই সাফল্য ধরে রাখতে পারেননি ভারতের শ্যুটাররা। ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং তারপর টোকিও অলিম্পিক্সে শ্যুটিং থেকে একটিও পদক পায়নি ভারত। 

কলকাতায় একটি অনুষ্ঠানে এসে অভিনব বলেছেন, 'ভারতে শ্যুটিংয়ে প্রতিভার অভাব নেই। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। আমরা গত দু'টি অলিম্পিক্সে পদক পাইনি। আশা করি প্যারিসে পরিস্থিতি বদলাবে এবং আমাদের শ্যুটাররা পদক নিয়ে দেশে ফিরতে পারবে।'

আরও পড়ুন-

প্রথম বাঙালি হিসেবে বিশ্বমানের ক্যারাটে প্রতিযোগিতায় রেফারিং করে এলেন প্রেমজিৎ সেন

হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ

চিঠি লিখে প্রশংসা প্রধানমন্ত্রীর, ট্যুইট করে ধন্য়বাদ জানালেন সানিয়া মির্জা