সংক্ষিপ্ত
সদ্য শেষ হয়েছে এশিয়ান গেমস। হাংঝাউয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় অ্যআথলিটরা। এরই মধ্যে বৃহস্পতিবার গোয়ায় জাতীয় গেমস উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোয়ায় জাতীয় গেমসে যোগ দিতে গিয়ে আহত হলেন তিনজন খেলোয়াড়। তাঁদের মধ্যে দু'জন রাগবি খেলোয়াড় এবং একজন ভারত্তোলক। তাঁদের চোট গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন গোয়ার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে আছেন মহারাষ্ট্র রাগবি দলের খেলোয়াড় ভরত চৌহান। বুধবার ইভেন্ট চলাকালীন তিনি আহত হন। তাঁকে পানাজিতে অবস্থিত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অস্ত্রোপচারও করাতে হয়েছে। গোয়া রাগবি দলের খেলোয়াড় সোহন শিরোদকরও ইভেন্ট চলাকালীন আহত হন। তাঁকেও বুধবার রাতে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার আহত হন কেরালা দলের ভারত্তোলক বিশ্ব ভার্গহাস। তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জাতীয় গেমস উপলক্ষে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানেই আহত ক্রীড়াবিদদের চিকিৎসা চলছে।
আহত ক্রীড়াবিদদের চিকিৎসার ভার সরকারের
গোয়ার ক্রীড়ামন্ত্রী গোবিন্দ গৌড়ে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহত ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন, 'জিএমসিএইচ-এর চিকিৎসরা খুব ভালো কাজ করছেন। আমি চিকিৎসক, চিকিৎসাকর্মী-সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আহত খেলোয়াড়দের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন।'
জাতীয় গেমস উদ্বোধনে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার বিকেলে জাতীয় গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার মহারাষ্ট্র থেকে গোয়া যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আজ বিকেলে আমি ৩৭-তম জাতীয় গেমসের উদ্বোধন উপলক্ষে গোয়ায় থাকছি। এই ধরনের গেমসের মাধ্যমে ক্রীড়াসুলভ মানসিকতা ও ঐক্য বৃদ্ধি করবে। সারা দেশের অ্যাথলিটরা একত্রিত হচ্ছেন। আমি আশাবাদী যে এই গেমস প্রতিভা, কঠোর পরিশ্রম ও খেলার প্রতি ভালোবাসা উদযাপন করবে।’
বৃহস্পতিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রীর হাতে জাতীয় গেমসের মশাল তুলে দেবেন গোয়ার উইন্ডসার্ফার কাত্যা ইদা কোয়েলহো। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত জানিয়েছেন, জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন পুরো সময়টাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী। ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশের ক্রীড়ামন্ত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। ৫ ঘণ্টা ধরে চলবে জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেবেন হেমা সারদেশাই, সুখবিন্দর সিংয়ের মতো শিল্পীরা। ৬০০ জন শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবেন। ৫,০০০ ছাত্র-ছাত্রীও এই অনুষ্ঠানে থাকবেন। ২৮টি রাজ্যের ক্রীড়াবিদরা মার্চ পাস্টে থাকবেন। ফতোরদায় উদ্বোধন হলেও, মাপুসা, মারগাও, পন্ডা, পাঞ্জিম ও ভাস্কোয় চলবে বিভিন্ন ইভেন্ট।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয় সুন্দর সিং গুর্জরের