'সেরা পারফরম্যান্সের চেয়ে অনেক পিছিয়ে,' ফের ডায়মন্ড লিগ জিতেও তৃপ্ত নন নীরজ
- FB
- TW
- Linkdin
দোহা ডায়মন্ড লিগের চেয়ে খারাপ পারফরম্যান্স, একেবারেই খুশি নন নীরজ চোপড়া
দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার থ্রো করেছিলেন। কিন্তু লুসান ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করেছেন নীরজ চোপড়া। ফের ডায়মন্ড লিগ জিতলেও পারফরম্যান্সে খুশি নন নীরজ।
চোট সারিয়ে ফিরেই সাফল্য, দ্বিতীয়বার লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া
এই নিয়ে দ্বিতীয়বার লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া। সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও, শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বাকিদের পিছনে ফেলে দেন নীরজ।
চোট সারিয়ে ট্র্যাকে ফিরে শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন, জানিয়েছেন নীরজ চোপড়া
দোহা ডায়মন্ড লিগ জেতার পর চোট পান নীরজ। যে কারণে তিনি একাধিক প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি। চোট সারিয়ে ডায়মন্ড লিগে ট্র্যাকে ফিরে শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন বলে জানিয়েছেন নীরজ।
সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি এখনও, তবে উন্নতি করছেন নীরজ
লুসান ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া বলেছেন, 'বেশ ঠান্ডা ছিল। তার ফলে কিছুটা সমস্যা হচ্ছিল। আমি এখনও সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছতে পারিনি। তবে আমি উন্নতি করছি।'
পারফরম্যান্স খুব ভালো না হলেও ডায়মন্ড লিগে জয় পেয়ে খুশি, জানিয়েছেন নীরজ চোপড়া
এ বছর দ্বিতীয় ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া বলেছেন, 'চোট সারিয়ে ট্র্যাকে ফিরে সবকিছু ভালোভাবে করতে পেরে আমি স্বস্তি পেয়েছি। জয় পেলে সবসময়ই ভালো লাগে। আমি এই জয় পেয়ে খুশি।'
ডায়মন্ড লিগ জিতলেও পারফরম্যান্সের ত্রুটি দূর করার চেষ্টা করবেন নীরজ চোপড়া
নীরজ চোপড়া জানিয়েছেন, 'আমি এখানে জয় চাইছিলাম। ফলে জয় পেয়ে আমি খুশি। তবে আমাকে অনুশীলনে ফিরতে হবে। আমি কিছু ত্রুটি দেখতে পেয়েছি। সেগুলি ঠিক করতে হবে। আমি আরও শক্তিশালী হয়ে ট্র্যাকে ফিরব।'
পরপর ২ বছর লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া, আগামী বছরেও এখানে জয় চান
নীরজ চোপড়া বলেছেন, ‘লুসান সবসময় আমাকে খুশি করে দেয়। গত বছরেও আমি এখানে জয় পেয়েছিলাম। এবারও জয় পেলাম। আমি আগামী বছরেও এখানে এসে জয় পেতে চাইব।’
লুসান ডায়মন্ড লিগ জেতার পর এবার বুদাপেস্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে নীরজ
লুসান ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া জানিয়েছেন, তাঁর পরের প্রতিযোগিতা বুদাপেস্টে। সেই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদাপেস্টেও জয়ই লক্ষ্য নীরজের।
জ্যাভলিন থ্রোয়ে ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যাওয়ার লক্ষ্যে অনুশীলনে নীরজ চোপড়া
নীরজ চোপড়া এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ৮৯.৯৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে। তিনি এখনও ৯০ মিটারের গণ্ডি পেরোতে পারেননি। সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
প্যারিস অলিম্পিক্সেও নীরজ চোপড়ার কাছ থেকে সোনার আশায় সারা দেশের ক্রীড়াপ্রেমীরা
টোকিও অলিম্পিক্সে সোনা জিতে দেশবাসীর প্রত্যাশা বাড়িয়ে তুলেছেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সেও তাঁর কাছ থেকে সোনার আশায় দেশ।