Palak Kohli Interview: জেদই সাফল্যের মন্ত্র, একান্ত সাক্ষাৎকারে জানালেন পলক কোহলি
জন্ম থেকে বাঁ হাতের কবজির পরের অংশ নেই। প্যারিস প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্যও লড়াই করছেন তিনি। ভবিষ্যতের পরিকল্পনার কথা জানালেন পলক।
জন্ম থেকে বাঁ হাতের কবজির পরের অংশ নেই। এই প্রতিবন্ধকতা নিয়েই ব্যাডমিন্টন খেলছেন পলক কোহলি। ৩ বার এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জিতেছেন। ভারতের একমাত্র প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে টোকিও প্যারালিম্পিক্সে সিঙ্গলস ও মহিলাদের ডাবলসের যোগ্যতা অর্জন করেন পলক। প্যারিস প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্যও লড়াই করছেন তিনি। এরই ফাঁকে সিঙ্গাপুর থেকে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের লড়াই, ভবিষ্যতের পরিকল্পনার কথা জানালেন পলক।