Neeraj Chopra: আজ আরশাদের দিন ছিল, ঈশ্বরের হাত ছিল ওর মাথায়, তবে ফের জনগণমন বাজবে

অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা হাতছাড়া করেছেন। পাকিস্তানের আরশাদ নাদিমের (Arshad Nadeem) প্রায় ৯৩ মিটারের থ্রো স্বপ্ন ভেঙে দিয়েছে নীরজের (Neeraj Chopra). তবে দেশের জন্য পদক জিততে পেরে খুশি নীরজ।

Share this Video

অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা হাতছাড়া করেছেন। পাকিস্তানের আরশাদ নাদিমের (Arshad Nadeem) প্রায় ৯৩ মিটারের থ্রো স্বপ্ন ভেঙে দিয়েছে নীরজের (Neeraj Chopra). তবে দেশের জন্য পদক জিততে পেরে খুশি নীরজ। এটাও জানিয়ে রাখলেন, সুযোগ আরও আসবে, আরও পরিশ্রম করবেন, যাতে পদকের রুপোলি পাল্টে যায় সোনা রঙে। ঐতিহাসিক পদক জয়ের পর এশিয়ানেট নিউজকে কী জানালেন নীরজ, দেখুন সাক্ষাৎকার।

Related Video