সংক্ষিপ্ত

কঠিন সিদ্ধান্ত নিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতের জার্সিতে আর খেলতে দেখা যাবে না তাঁকে।

কঠিন সিদ্ধান্ত নিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতের জার্সিতে আর খেলতে দেখা যাবে না তাঁকে।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে টেনিস থেকে পদক জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছিল। এবার পুরুষদের ডাবলসের শুরুতেই হেরে গেলেন বোপান্না। আর তারপরই জানিয়ে দিলেন যে, দেশের জার্সিতে আর তাঁকে খেলতে দেখা যাবে না।

যদিও জয় দিয়ে শেষ করতে পারলেই হয়ত ভালো হত। তবে বোপান্না তাঁর টেনিস ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। রোহন বোপান্নার কথায়, “দেশের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল। আমি উপলব্ধি করতে পেরেছি যে, ঠিক কোন জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। তাই আমি আর যে কদিন টেনিস খেলব, খেলাটাকে শুধু উপভোগ করতে চাই।”

তবে তিনি কদিন খেলবেন, সেটা অবশ্য নির্দিষ্ট করে বলেননি। কিন্তু ভারতের হয়ে শেষ ম্যাচ যে তিনি খেলে ফেলেছেন চলতি অলিম্পিক্সেই, তা কার্যত পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যেই।

অন্যদিকে, ডেভিস কাপে যে আর খেলবেন না রোহন বোপান্না, সেই সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তাই তাঁকে বলতে শোনা গেছে, “দুই দশক ধরে ভারতের প্রতিনিধিত্ব করব এমন স্বপ্ন আমি কোনওদিনও দেখিনি। গত ২০০২ সালে আমার অভিষেক হয়। আর এই ২২ বছর পরেও আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। আমি সত্যিই অত্যন্ত গর্বিত।” উল্লেখ্য, দেশের জার্সিতে অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন বোপান্না। তার মধ্যে গত ২০১০ সালের ডেভিস কাপে ব্রাজিলের রিকার্ডো মেলোর বিরুদ্ধে ম্যাচটিই তাঁর খেলা অন্যতম সেরা ম্যাচ বলে জানিয়েছেন বোপান্না নিজে।

সবমিলিয়ে, এবার বোপান্না যুগের অবসান হতে চলেছে। তা এককথায় এখন পরিষ্কার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।