সংক্ষিপ্ত
টানা তৃতীয়বার অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে প্যারিসে গিয়েছেন পি ভি সিন্ধু। সম্প্রতি ভালো ফর্মে না থাকলেও, অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতাই সিন্ধুর লক্ষ্য।
প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে নিজের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন পি ভি সিন্ধু। রবিবার মালদ্বীপের প্রতিপক্ষ ফতিমাথ নাবাহা আবদুল রজ্জাককে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-৯, ২১-৬। সিন্ধুর সামনে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি মালদ্বীপের শাটলার। রবিবার প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ার পর বুধবার দ্বিতীয় ম্যাচে এস্টোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে খেলবেন সিন্ধু। সেই ম্যাচ জিতলে পদক জয়ের দিকে এগিয়ে যাবেন সিন্ধু। রিও, টোকিও অলিম্পিক্সের পর এবারও পদক জয়ই সিন্ধুর লক্ষ্য। অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের কোনও মহিলা অ্যাথলিট সোনা জিততে পারেননি। এবার প্যারিসে সোনা জিতে সেই নজির গড়াই সিন্ধুর লক্ষ্য।
মালদ্বীপের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন সিন্ধু
রবিবার প্যারিস অলিম্পিক্সে নিজের প্রথম ম্যাচে জয় পেতে মাত্র ২৯ মিনিট সময় লাগল সিন্ধুর। তাঁর সঙ্গে ফতিমাথের দক্ষতা ও অভিজ্ঞতার তারতম্য প্রকট হয়ে গেল। সিন্ধুর বিরুদ্ধে কোনওরকম লড়াই করতে পারলেন না মালদ্বীপের শাটলার। গ্রুপ এম-এর এই ম্যাচের ফল একপেশে হল। ১০ নম্বর বাছাই হিসেবে এবারের অলিম্পিক্সে খেলছেন সিন্ধু। এই শাটলার রিও অলিম্পিক্সে রুপো জেতেন। এরপর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন এই শাটলার। এবার সোনা জেতাই সিন্ধুর লক্ষ্য। দ্বিতীয় ম্যাচে তাঁর প্রতিপক্ষ কুবা বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে আছেন। ফলে এই ম্যাচেও সিন্ধুর জয় প্রত্যাশিত।
ফের পদকের লক্ষ্যে সিন্ধু
ভারতের কোনও অ্যাথলিট এখনও পর্যন্ত অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ৩ বার পদক জিততে পারেননি। এবার এই নজির গড়ার লক্ষ্যে সিন্ধু। তিনি শুরুটা ভালোভাবে করলেন। পরের ম্যাচগুলিতে ছন্দ ধরে রাখাই সিন্ধুর লক্ষ্য। ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে চান এই শাটলার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চোট ভোগাচ্ছে, প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে না খেলার ভাবনা রাফায়েল নাদালের
ভিয়েতনামের প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রীতি পাওয়ার, পদকের আশা উজ্জ্বল
অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং