সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে কার্যত ইতিহাস রচনা করে ফেলেছেন ভারতীয় তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। মাত্র দুদিনের ব্যবাধানে পরপর পদক জয়।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে কার্যত ইতিহাস রচনা করে ফেলেছেন ভারতীয় তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। মাত্র দুদিনের ব্যবাধানে পরপর পদক জয়।
প্রসঙ্গত, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে এর আগেই ব্রোঞ্জ পদক জেতেন তিনি। এটিই চলতি অলিম্পিক্সে ভারতের প্রথম মেডেল ছিল। আর এবার মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংকে (Sarabjot Singh) সঙ্গী করে ফের জিতে নিলেন আরও একটি ব্রোঞ্জ পদক।
বলা যেতে পারে, এই জুটির হাত ধরেই আবারও পদক এল ভারতের (India) ঝুলিতে। অলিম্পিক্সের আসরে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের (Manu Bhaker) এবং সরবজ্যোৎ সিং (Sarabjot Singh) জুটি।
সবথেকে বড় বিষয়, টানা ১২৪ বছরের খরা কাটালেন তিনি। লিখলেন এক অনন্য ইতিহাস। কারণ, দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন মনু ভাকের। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটি বিষয়।
মঙ্গলবার, দক্ষিণ কোরিয়াকে মনু-সরবজ্যোৎ জুটি হারিয়ে দেন ১৬-১০ ব্যবধানে। পিছিয়ে পড়েও লড়াই জয় হাসিল করেন তারা। ম্যাচ শেষে মনু জানালেন, “আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দ্বিতীয় পদক জিততে পেরে সত্যিই আমি গর্বিত। আপনাদের সকলের আশীর্বাদ ছাড়া এই প্রাপ্তি সম্ভব ছিল না।”
তিনি আরও যোগ করেন, “প্যারিসে আসার আগেই আমি এবং সরবজ্যোৎ ঠিক করেছিলাম, ইভেন্টের দিন নিজেদের সেরাটা উজাড় করে দেব। যাই হয়ে যাক না কেন, শেষপর্যন্ত আমরা লড়ে যাব।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।