সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, আমন শেরাওয়াতের (Aman Sehrawat) হাত ধরে পদক এসেছে কুস্তিতে। গত ২০০৮ সালের পর, ফের কুস্তি থেকে পদক পেল ভারত (India)। ভারতের সর্বকনিষ্ঠ, অর্থাৎ ২১ বছর বয়সী এই অ্যাথলিট অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, আমন শেরাওয়াতের (Aman Sehrawat) হাত ধরে পদক এসেছে কুস্তিতে। গত ২০০৮ সালের পর, ফের কুস্তি থেকে পদক পেল ভারত (India)। ভারতের সর্বকনিষ্ঠ, অর্থাৎ ২১ বছর বয়সী এই অ্যাথলিট অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন।
শুক্রবার রাতে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতের আমন। ১৩-৫ পয়েন্টে জয় পান তিনি। আর আমনের হাত ধরেই ষষ্ঠ পদক এল ইন্ডিয়া। কিন্তু ঠিক যে কারণে ভিনেশ ফোগাটের পদক হাতছাড়া হয়েছে, সেই একই পরিস্থিতি এসে গেছিল আমনের সামনেও।
প্রথম দিনের তিনটি ম্যাচের পর, তাঁর ওজন বেড়ে গিয়েছিল প্রায় ৪.৬ কেজি। তবে মাত্র ১০ ঘণ্টা সময়ের মধ্যে সেই ওজন কমিয়ে নির্ধারিত মাত্রায় নিয়ে আসেন আমন। জানা যাচ্ছে, প্রথম দিনের প্রতিযোগিতার শেষে আমনের ওজন গিয়ে দাঁড়ায় ৬১.৫ কেজি। আর হাতে সময় ছিল মাত্র ১০ ঘণ্টা।
এই ১০ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে চার কেজির বেশি ওজন কমাতে হত তাঁকে। সূত্রের খবর, তৃতীয় বাউট শেষে প্রায় ঘণ্টাখানেকের হট বাথ নেন তিনি। আর তারপর প্রায় ১ ঘণ্টা ধরে টানা ট্রেডমিলে সময় কাটান আমন। কিছুটা বিরতি নিয়ে তাঁকে ৫ মিনিটের জন্য সউনা বাথ দেওয়া হয়।
এটি একটি বিশেষ পদ্ধতি, যেটি ব্যবহার করে দেহের ওজন কমানো হয়। কিন্তু তারপরেও প্রায় ৯০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। সেইসঙ্গে, শুরু করে দেন জগিং এবং কসরত। এরপর ভোর সাড়ে চারটে নাগাদ আমনের ওজন নেমে আসে ৫৬.৯ কেজিতে। তারপর স্বস্তি পায় টিম ম্যানেজমেন্ট।
আর এখানেই উঠছে প্রশ্ন। আমন যদি মাত্র ১০ ঘণ্টায় এতটা পরিমাণ ওজন কামাতে পারেন, তাহলে ভিনেশ কেন মাত্র ২০০ গ্রাম ওজন কমাতে পারলেন না? ভিনেশের ব্যক্তিগত টিম না কি ভারতীয় অলিম্পিক্স দলের সঙ্গে আসা চিকিৎসকরা তার জন্য দায়ী?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।