সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, শ্যুটিং বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। আর তারপরই মুখ খুলেছেন তাঁর বাবা।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, শ্যুটিং বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। আর তারপরই মুখ খুলেছেন তাঁর বাবা।

উল্লেখ্য, ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে দেশের হয়ে পদক জিতেছেন তিনি। তবে তাঁর জার্নিটা কিন্তু বেশ কঠিন ছিল। একসময় মনু ভাকের বক্সিং করতেন। কিন্তু সেইসময় তাঁর চোখে একটি আঘাত লাগে। তিনি বেশ আহত হন। ফলে, তারপর একটা সময় তিনি বক্সিং ছেড়ে দেন।

কিন্তু খেলাধুলোর প্রতি তাঁর ভালবাসা এবং ইচ্ছে কিন্তু কখনোই শেষ হয়ে যায়নি। তারপর তাই তিনি শ্যুটিং-এ আসেন। বলা যেতে পারে, শুরু হয় তাঁর নতুন ক্রীড়াজীবন। আর এবারের প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছেন সেই মনু ভাকের।

সবথেকে বড় বিষয় হল যে, খুশি তাঁর বাবাও। মনুর বাবার রাম কিষান এককথায় আপ্লুত। তিনি বলেছেন, মেয়ে পরিশ্রম করেছে তাই সাফল্য পেয়েছে। নিজের মেয়ের পদক জয়ের ব্যাপারে ভীষণ খুশি তাঁর বাবা এবং গোটা পরিবার।

প্রসঙ্গত, এই অলিম্পিক্সের মঞ্চে ২২ বছর বয়সী মনু ভাকের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে কার্যত ইতিহাস তৈরি করে ফেলেছেন। তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে, ২২১.৭ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। কোরিয়ার ওহ ইয়ে জিনের সংগ্রহে ছিল ২৪৩.২ পয়েন্ট। তাই তিনি সোনা জিতেছেন। একইসময়ে আরেক কোরিয়ান খেলোয়াড় কিম ইয়েজির ঝুলিতে ছিল ২৪১.৩ পয়েন্ট। তাই তিনি দ্বিতীয় স্থান পেয়ে জিতেছেন রুপো।

কিন্তু শ্যুটিং বিভাগে দীর্ঘদিন বাদে এল পদক। ফলে, খুশি সমগ্র দেশবাসীও। আর তার থেকে বাদ যাননি মনু ভাকেরের বাবাও। তাই তিনি মেয়ের এই সাফল্যে ভীষণ খুশি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।