সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার সাফল্য এল টেবিল টেনিসে। জয় পেলেন সৃজা আকুলা (Sreeja Akula)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার সাফল্য এল টেবিল টেনিসে। জয় পেলেন সৃজা আকুলা (Sreeja Akula)।

নিঃসন্দেহে বড় জয়। সুইডেনের (Sweden) শক্তিশালী প্রতিযোগীকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন হায়দ্রাবাদ নিবাসী সৃজা। দুরন্ত লড়াই করলেন তিনি। কার্যত, জয় ছিনিয়ে আনলেন। শুরু থেকেই চাপ বজায় রাখতে শুরু করেন ভারতের (India) সৃজা।

সুইডেনের ক্রিস্টিনা কলবার্গকে হারিয়ে প্রথম ম্যাচে জয় পেলেন তিনি। তাঁর সামনে যেন কিছুটা খেই হারিয়ে ফেলেন সুইডেনের প্রতিযোগী। প্রথম গেমে সৃজা কার্যত উড়িয়ে দেন তাঁর সুইডিশ প্রতিপক্ষকে। বড় ব্যবধানে জয় পান। স্কোর দাঁড়ায় ১১-৪।

দ্বিতীয় গেমেও ব্যতিক্রম হয়নি সেই ছন্দের। আত্মবিশ্বাসকে সঙ্গী করেই খেলতে থাকেন সৃজা। এক্ষেত্রে সুইডেনের ক্রিস্টিনা কলবার্গ কিছুটা হলেও খেলায় ফেরার চেষ্টা করেন। কিন্তু তিনি এক্ষেত্রেও ব্যর্থ হন। বিধ্বংসী সব ফিনিশ করতে থাকেন সৃজা। ফলে, এই গেমে তিনি জেতেন ১১-৯ ব্যবধানে।

এরপর তৃতীয় গেমে সুবিধাজনক জায়গা থেকেই শুরু করেন সৃজা। খেলায় ফেরার চেষ্টা করেও পারেননি সেই সুইডিশ তারকা। এই গেমেও জয় পান ভারতীয় টেবিল টেনিস তারকা। সুইডেনকে ১১-৭ ব্যবধানে হারিয়ে ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছে যান সৃজা।

একটা সময় মনে হচ্ছিল, হয়ত চতুর্থ গেমে খেলায় ফিরে আসতে পারেন সুইডিশ তারকা। কিন্তু না, সৃজা যেন আজ জয়ের জন্যই খেলতে নামেন। চতুর্থ গেমেও কার্যত দাপট দেখান তিনি। ম্যাচে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। এই গেমটি জিতে নেন ১১-৫ স্কোরে। ফলে, পরপর চারটি গেম জিতে নিয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন সৃজা আকুলা।

রীতিমতো হেলায় উড়িয়ে দেন সুইডিশ খেলোয়াড়কে। হায়দ্রাবাদের এই খেলোয়াড়টি সাতটি গেমের মধ্যে প্রথম চারটিই নিজের দখলে এনে জিতে নেন এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।