সংক্ষিপ্ত

এরিক টেন হ্যাগের হাত ধরে সাফল্যের পথে ফিরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সম্প্রতি ইংলিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যান ইউ। কিন্তু ফের লজ্জায় পড়তে হল রেড ডেভিলসকে।

লিভারপুলের ৭-০ জয়

অবিশ্বাস্য! নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ উড়িয়ে দিল লিভারপুল। জোড়া গোল করলেন কডি গাকপো, ডারউইন নুনেজ ও মহম্মদ সালাহ। অপর গোলটি করেন রবার্তো ফিরমিনো। এটাই ম্য়ান ইউয়ের বিরুদ্ধে লিভারপুলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৮৯৫ সালের অক্টোবরে রেড ডেভিলসকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল দ্য রেডস। এবার সেই ব্যবধানকেও ছাপিয়ে গিল জুরগেন ক্লপের দল। ৪৩ মিনিটে প্রথম গোল করেন গাকপো। প্রথমার্ধের শেষে ফল ছিল ১-০। তখনও কেউ ভাবতে পারেননি এরকম ফল হতে চলেছে। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান নুনেজ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এরপরেই ম্যান ইউয়ের লড়াই শেষ হয়ে যায়। ৬৬ মিনিটে ৪-০ করেন সালাহ। ৭৫ মিনিটে ব্য়বধান বাড়ান নুনেজ। ৮৩ মিনিটে ম্যান ইউয়ের লজ্জা বাড়ান সালাহ। ৮৮ মিনিটে সপ্তম গোল করেন পরিবর্ত ফিরমিনো।

ইরানি কাপ চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত

২০২১-২২ মরসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ২৩৮ রানে হারিয়ে ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারতীয় দল। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে শতরান করে ম্যাচের সেরা তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল।

তারা নরিসের নজির

উইমেনস প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে কোনও একটি ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তারা নরিস। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই পেসার। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন।

দিল্লি ক্যাপিটালসের জয়

উইমেনস প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬০ রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। রবিবার ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২২৩ রান করেন দিল্লি। জবাবে ৮ উইকেটে ১৬৩ রান করে আরসিবি।

বিস্তারিত দেখুন-

পরপর হার গুজরাট জায়ান্টসের

মুম্বই ইন্ডিয়ানসের পর ইউপি ওয়ারিয়র্সের কাছেও হেরে গেল গুজরাট জায়ান্টস। রবিবার উইমেনস প্রিমিয়ার লিগের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৯ রান করে গুজরাট জায়ান্টস। ৭ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ইউপি ওয়ারিয়র্স।

বিস্তারিত দেখুন-

সানিয়া মির্জার অবসর

যেখান থেকে টেনিস খেলা শুরু, সেই লাল বাহাদুর স্টেডিয়ামেই রবিবার শেষ প্রদর্শনী ম্যাচ খেলে কোর্ট থেকে সরে গেলেন সানিয়া মির্জা। রোহন বোপান্না, যুবরাজ সিং ও বেথানি মেটেক স্যান্ডসের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেন সানিয়া।

বিস্তারিত দেখুন-

অনুশীলনে ছন্দে ধোনি

আইপিএল-এর আগে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে চেনা মেজাজেই দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটিং অনুশীলনের সময় বিশাল ছক্কা মারছেন সিএসকে তারকা। তাঁকে ছন্দে দেখে খুশি সমর্থকরা।

পিচ নিয়ে জল্পনা

আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে পিচ কেমন হবে সেটা নিয়ে জল্পনা অব্যাহত। ইন্দোরের পিচ নিয়ে আইসিসি-র নেতিবাচক রিপোর্টের পর আমেদাবাদে স্পোর্টিং পিচ হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

নিখুঁত ক্রিকেট খেলতে চায় অস্ট্রেলিয়া

ভারতের মাটিতে ভারতীয় দলকে হারাতে হলে নিখুঁত ক্রিকেট খেলতে হবে। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, ইন্দোর টেস্ট ম্যাচে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দরকার।

আমেদাবাদেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

মা গুরুতর অসুস্থ থাকায় ভারতে ফিরছেন না প্যাট কামিন্স। ফলে ইন্দোরের মতোই আমেদাবাদ টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ। তাঁর নেতৃত্বে ইন্দোরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।