সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। বুধবার চেন্নাইয়ে তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। সেই ম্যাচেই হবে সিরিজের নিষ্পত্তি।

শতাব্দীর সেরা ক্যাচ!

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন স্টিভ স্মিথ। টেস্ট সিরিজে তাঁর নেতৃত্বে কোনও ম্যাচেই হারেনি অস্ট্রেলিয়া। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচ ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছেন স্মিথরা। দল যেমন ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, তেমনই অস্ট্রলিয়ার অধিনায়ক নিজেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও চমক দিচ্ছেন স্মিথ। রবিবার বিশাখাপত্তনমে শন অ্যাবটের বলে হার্দিক পান্ডিয়ার যে ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, সেই ক্যাচটিকে শতাব্দীর সেরা আখ্যা দেওয়া হচ্ছে। অ্যাবটের বল গুড লেংথে কিছুটা শর্ট ছিল। ড্রাইভের চেষ্টা করেন হার্দিক। বলটি তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যায়। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন স্মিথ। এই ক্যাচ দেখে সারা মাঠ উচ্ছ্বসিত হয়ে ওঠে। ভারতীয় দল হতবাক হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাচের ভিডিও ভাইরাল।  সবাই স্মিথের প্রশংসা করছেন।

কলকাতায় আইএসএল চ্যাম্পিয়নরা

শনিবার গোয়ায় আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার কলকাতায় ফিরল এটিকে মোহনবাগান দল। বিমানবন্দর থেকে ক্লাব তাঁবু, সর্বত্র ছিল আবেগ-উচ্ছ্বাসের ছবি। সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ দেখে কোচ-ফুটবলাররাও খুশি।

বিস্তারিত দেখুন-

রোহন বোপান্নার রেকর্ড

৪৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার ম্যাট এবডেনকে নিয়ে বিএনপি প্যারিবাস ওপেন চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়লেন রোহন বোপান্না। কানাডার ড্যানিয়েল নেস্টরের রেকর্ড ভেঙে বয়স্কতম খেলোয়াড় হিসেবে এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতলেন রোহন।

বিস্তারিত দেখুন-

ধোনির প্রশংসায় ওয়াটসন

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রচণ্ড ফিট। তিনি চাইলে আরও ৩-৪ বছর আইপিএল-এ খেলতে পারেন। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। এটাই ধোনির শেষ মরসুম বলে মানতে নারাজ ওয়াটসন।

আইপিএল-এর চেয়ে এগিয়ে পিএসএল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল। টেলিভিশনে তো বটেই, ডিজিট্যাল মিডিয়াতেও অনেক এগিয়ে আইপিএল। কিন্তু সে কথা মানতে নারাজ পিসিবি চেয়ারম্যান নজম শেঠি। তাঁর দাবি, ডিজিট্য়াল রেটিংয়ে আইপিএল-কে পিছনে ফেলে দিয়েছে পিএসএল।

আইপিএল-এ নেই জেমিয়েসন

পিঠের চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিয়েসন। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালাকে দলে নিল চেন্নাই সুপার কিংস। জেমিয়েসনকে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে।

আইপিএল-এ ফের আইসোলেশন

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায় আইপিএল শুরুর আগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, সবারই করোনা পরীক্ষা করা হবে। যদি কারও শরীরে করোনা সংক্রমণ হয়ে থাকে, তাহলে তাঁকে বাধ্যতামূলকভাবে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।

সাফ চ্যাম্পিয়নশিপ বেঙ্গালুরুতে

২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুতে চলবে সাফ চ্যাম্পিয়নশিপ। এমনই জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই নিয়ে চতুর্থবার ভারতে হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০১৫ সালে থিরুঅনন্তপুরমে হয়েছিল এই টুর্নামেন্ট।

এল ক্লাসিকো জিতল বার্সেলোনা

লা লিগা ম্যাচে শেষমুহূর্তে ফ্র্যাঙ্ক কেসির গোলে রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়ে দিল বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগা খেতাবের দিকে আরও একধাপ এগিয়ে গেল বার্সা। রোনাল্ড আরাউওর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সা।

ঘরের মাঠে হার পিএসজি-র

চলতি মরসুমের লিগ ওয়ানে প্রথমবার ঘরের মাঠে হারল প্যারিস সাঁ জা। রবিবার রেনের বিরুদ্ধে ০-২ হেরে গেল লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের দল। লিগ ওয়ানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারল পিএসজি।