সংক্ষিপ্ত
উইমেনস প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ানস। আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। রবিবার মহিলাদের টি-২০ লিগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।
ইসি উংয়ের হ্যাটট্রিক
উইমেনস প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের ইসি উং। শুক্রবার এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান উং। ইংল্যান্ডের এই পেসার ইউপি ওয়ারিয়র্সের ইনিংসের ১৩-তম ওভারে পরপর ৩ বলে ফিরিয়ে দেন কিরণ নবগিরে, সিমরন শেখ ও সোফি একক্লেস্টনকে ফিরিয়ে দেন। এই ওভারের দ্বিতীয় বলে ইউপি ওয়ারিয়র্সের সর্বাধিক স্কোরার কিরণকে আউট করে দেন উং। পরের ২ বলে বোল্ড হয়ে যান সিমরন ও একক্লেস্টন। ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন উং। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন সাইকা ইশাক। উংয়ের অসাধারণ বোলিংয়ের সুবাদেই সহজ জয় পেল মুম্বই।
ফাইনালে মুম্বই ইন্ডিয়ানস
উইমেনস প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ানস। শুক্রবার এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে দিল হরমনপ্রীত কউরের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৮২ রান করে মুম্বই। জবাবে ১১০ রানে অলআউট হয়ে যায় ইউপি।
ধোনির সঙ্গে হার্দিকের তুলনা
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার তুলনা করলেন আর সাই কিশোর। এই স্পিনারের মতে, অধিনায়ক হিসেবে ধোনি ও হার্দিকের আচরণ অনেকটা একরকম।
আইপিএল-এর জন্য তৈরি রাসেল
এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। ইডেন গার্ডেন্সে কেকেআর-এর প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন রাসেল ও নারিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাসেল বলেছেন, তিনি সবাইকে খুশি করার চেষ্টা করবেন।
পৃথ্বী শ-র উপর ভরসা পন্টিংয়ের
দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার পৃথ্বী শ এবারের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাবেন বলে আশা প্রকাশ করলেন প্রধান কোচ রিকি পন্টিং। তাঁর মতে, ফিট হয়ে উঠেছেন পৃথ্বী। ফলে তিনি এবারই সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন।
রাশিয়াকে আক্রমণ ইউক্রেনের
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন আক্রমণ করার পর থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ার ক্রীড়াবিদদের যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অলিম্পিক্সেও এই নিষেধাজ্ঞা জারি থাকা উচিত বলে দাবি ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গাটসেইটের।
সিএসকে-র প্রস্তুতি শিবিরে জাদেজা
আইপিএল-এর জন্য প্রস্তুতি শিবির শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর সেই শিবিরে যোগ দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা গেল জাদেজাকে।
রুদ্রাঙ্কশ পাতিলের ব্রোঞ্জ
শ্যুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে ১৯ বছরের রুদ্রাঙ্কশ পাতিল। এই তরুণ জানিয়েছেন, তিনি উত্তেজনা ধরে রাখতে পারছিলেন না। তাঁর হৃদকম্পন বেড়ে গিয়েছিল। এই সাফল্যে খুব খুশি তিনি।
এশিয়া কাপ ২০২৩
পাকিস্তানের মাটিতেই এশিয়া কাপ আয়োজনে মরিয়া পিসিবি। ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করে বাকি ম্যাচগুলি পাকিস্তানের মাটিতেই আয়োজন করার প্রস্তাব দিচ্ছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্বজুড়ে গড়াপেটা
২০২২ সালে বিশ্বজুড়ে বিভিন্ন খেলায় গড়াপেটা হয়েছে। এমনই সন্দেহ স্পোর্টরাডার ইন্টেগ্রিটি সার্ভিসেস সংস্থার। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটসলের মতো খেলায় সন্দেহজনক ফল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।