সংক্ষিপ্ত

  • ফরাসি ওপেনের সেমি ফাইনালে হার
  • উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের 
  • টোকিও অলিম্পিক্সেও না খেলার সিদ্ধান্ত নিলেন
  • রাফার হঠাৎ এমন সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন

১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন তিনি। লাল সুরকির কোর্টের সম্রাট বলা হয় তাকে। কিন্তু সদ্যসমাপ্ত ফরাসি ওপেনের সেমি ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল রাফায়েল নাদালকে। ফরাসি ওপেন থেকে ছিটকে যাওয়া যে ভিতর থেকে মেনে নিতে পারেননি রাফায়েল নাদাল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তি এবার উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্স থেকে নাম তুলে নিয়ে অবসর নেওয়ার জল্পনা উস্কে দিলেন রাফা।

বৃহস্পতিবার একটি ট্যুইট করেছেন রাফায়েল নাদাল। সেই ট্যুইটেই উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্স থেকে নিজের নাম তুলে নেওয়ার কথা জানিয়েছেন রাফা। ট্যুইটে রাফা লিখেছেন,'এ বছরের উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারছি না। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে'। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

নাদালের এই ট্যুইটের পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে টেনিস তারকার অবসর নিয়ে। অনেকেই বলছেন ফরাসি ওপেন হারের জেরে ইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্স থেকে নাম তুলে নিয়ে কি নিজের অবসরের ইঙ্গিত দিলেন রাফা। যদিও নিজের অবসরের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নাদাল। কেরিয়ারকে দীর্ঘ করার জন্য ও শরীরকে বিশ্রাম দেওার জন্যই এই দুই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন বলে জানিয়েছেন টেনিস তারকা। 


YouTube video player