টোকিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতে হকিতে পদক খরা কাটিয়েছি ভারতীয় হকি দল। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মনপ্রীত, শ্রীজেশরা। ট্যুইটে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনার পদক পেয়েছিল ভারতীয় দল। তারপর আর আসেনি সাফল্য। অবশেষে ৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে কাটল ভারতীয় হকি দলের ট্রফির খরা। সোনা বা রূপো জয়ের সুযোগ হাতছাড়া হলেও, খালি হাতে ফিরতে নারাজ ছিল মনপ্রীত সিংয়ের দল। তাই ব্রোঞ্জ মেডেল ম্যাচে জার্মানির বিরুদ্ধে ৩-১ গোলে পিছিয়ে গিয়েও দুরন্ত কামব্যাক করে ৫-৪ গোলে জয় পেল মনপ্রীত, হরমনপ্রীত, রূপিন্দর, শ্রীজেশরা।

ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সকলেই। চার দশকের প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নপূরণে উচ্ছ্বসিত গোটা দেশ। ট্যুইট করে ভারতীয় হকি দলের এই ঐতিহাসিক সাফল্যের দিন শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,'আরও একটা গর্বের মুহূর্ত। ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। তোমাদের লড়াই আগামী প্রজন্মও মনে রাখবে।'

Scroll to load tweet…

আরও পড়ুনঃ৪১ বছরের প্রতীক্ষার অবসান, টোকিও অলিম্পিক্সে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি দল

আরও পড়ুনঃআতঙ্কের শেষ ৬ সেকেন্ডে রক্ষাকর্তা সেই শ্রীজেশ, 'যাত্রা শেষ নয় সবে শুরু'- জানালেন মনপ্রীত

আরও পড়ুনঃ'মনপ্রীতের গলার স্বর পাল্টে দিল জয়', হকি অধিনায়ক ও কোচের সঙ্গে কী কথা হল প্রধানমন্ত্রীর

ভারতীয় দলের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অন্য়ান্যরা। ভারতীয় হকি দলের ম্য়াচ জয়ের পর অধিনায়ক মনপ্রীত সিংয়ের সঙ্গে ফোনেও কথা বলেছিলেন নরেন্দ্রী মোদী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মহূর্তে ছড়িয়ে পড়েছে। অনেক লড়াই, সংগ্রামের পর অবশেষে ভারতীয় হকি দলের ব্রোঞ্জ মেডেল জয়ের আনন্দে উচ্ছ্বসিত ও গর্বিত পুরো দেশ।

YouTube video player