অবশেষে টোকিও অলিনম্পিকে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক। কুস্তিতে ব্রোঞ্জ মেডেল জিতলেন বজরং পুনিয়া। কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে হারালেন ৮-০ ব্যবধানে। 

টোকিও ২০২০ অলিম্পিকে কুস্তিতে ভারতের বজরং পুনিয়াকে পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হয়েছিল। দেশবাসীর সেই স্বপ্নপূরণ করলেন ভারতীয় কুস্তিগীর। ব্রোঞ্জ মেডেল জয়ের ডু অর ডাই ম্যাচে দেশবাসীর প্রত্যাশার চাপ নিয়ে নেমেছিলেন বজরং পুনিয়া। প্রতিপক্ষ ছিল বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভ। কিন্তু নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে প্রতিপক্ষকে কার্যত একতরফা ম্যাচে হারালেন বজরং পুনিয়া। 

Scroll to load tweet…

প্রথম রাউন্ড থেকেই এদিন জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন বজরং। প্রথম পিরিয়ডে এক এক করে দুবারে ২ পয়েন্ট সংগ্রহ করেন বজরং। ২ পয়েন্টে এগিয়ে থেকেই প্রথম পিরিয়ড শেষ করেন ভারতীয় কুস্তিগীর। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকেএকেবারেই দাঁড়াতে দেননি পুনিয়া। ৩বার ২ পয়েন্ট নিয়ে আরও ৬ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। গোটা বাউটে দৌলতকে কোনও সুযোগই দেননি বজরং। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানে বাউট জিতে দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন বজরং পুনিয়া।

Scroll to load tweet…

দেশকে ষষ্ঠ পদক এনে দিয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বজরং পুনিয়া। শুভেচ্ছা জানিয়েছেন প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সোনা জয়ের স্বপ্ন নিয়ে টোকিও পারি দিয়েছিলেন বজরং। সেমি ফাইনালে হারে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে খালি না ফেরাই লক্ষ্য় ছিল তারকা কুস্তিগীরের। দেশবাসীর স্বপ্ন পূরণ করতে পেরে খুশি বজরং পুনিয়া।


YouTube video player