হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক। বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন
দেশকে গর্বিত করছে ভারতের মেয়েরা। এবার কুস্তিতে সোনা (gold) পেল ভারত। হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক (Wrestler Priya Malik)। ভারোত্তলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) রূপোর মেডেলের (silver) পর এবার সোনা পেলেন প্রিয়া মালিক।
Scroll to load tweet…
আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার ভারতের। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল পেলেন প্রিয়া মালিক। ৭৩ কেজি বিভাগে সোনা পেয়েছেন হরিয়ানার এই কন্যা। বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর হাত ধরে নামোজ্জ্বল হল ভারতের। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে তাঁর শুভেচ্ছা বার্তায়।
Scroll to load tweet…
বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন। ৫-০ ব্যবধান ছিল দুই কুস্তিগীরের।
