সংক্ষিপ্ত

  • নয়া কৃষি আইনের প্রতিবাদে চলছে আন্দোলন
  • রাজধানী বুকে চলছে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি
  • আন্দোলনকে সমর্থন সমাজের বিভিন্ন মানুষের
  • এবার কৃষকদের পাশে দাঁড়ালেন দ্য গ্রেট খালি
     

যত দিন এগোচ্ছে ততই বৃহত্তর আকার ধারণ করছে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন। বিগত কয়েক দিন ধরে কৃষকদের বিক্ষোভো উত্তাল রাজধানী। রাজধানীর চরম ঠান্ডাতেও সারা রাত রাত পথেই নিজের দাবি নিয়ে অনড় থাকছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। নয়া কৃষি বিল প্রত্যাহার ছাড়া অন্য কোনও কিছুই মানতে নারাজ আন্দোলনরত কৃষকরা। দেশের একাধিক রাজ্যেও ক্রমশ ছড়িয়ে পড়ছে আন্দোলনে রেশ।

 

View post on Instagram
 

 

রাজধানীর বুকে কৃষক আন্দোলনের সমর্থনে ক্রমশ এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন স্তরের কৃতী ব্যক্তিরা। এর আগে কৃষকদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জে ওঠেন পঞ্জাব এবং হরিয়ানার এক ঝাঁক প্রাক্তন ক্রীড়াবিদ। কৃষকদের দাবি না মানা হলে পাঞ্জাবের ১৫০ জন ক্রীড়াবিদ নিজেদের পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন। এবার কৃষকদের আন্দলনের সমর্থনে এগিয়ে এলেন বিখ্যাত কুস্তিগীর 'দ্য গ্রেট খালি'। কার্যত রাস্তায় নেমে কৃষকদের পাশে গিয়ে দাঁড়ায় বিখ্যাত কুস্তিগীর। 

 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবিও শেয়ার করেছেন খালি। একইসঙ্গে খালির ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে খালিকে কৃষকদের হয়ে স্লোগান দিতে ও তাদের ভরসা দিতেও দেখা গিয়েছে। খলি বলেছেন,'দেশের প্রতিটি মানুষ কৃষকদের কাছে ঋণী। তাঁদের এই বিপদের মুখে ফেলা উচিত নয়। এ সমস্যা গোটা দেশের কৃষকদের। ফলে এতে দেশের ক্ষতি হবে। কৃষির অচলাবস্থা কখনই কাম্য নয়।' খালির মত কস্তিগীর কৃষক আন্দোলনে যোগ দেওয়ায়, তাদের শক্তি প্রকৃত অর্থে বাড়ল বলেই মনে করছেন সকলে।