Uttar Pradesh News: খবরের শিরোনামে ফের যোগী রাজ্য (Yogi Adityanath)। ভরদুপুরে প্রকাশ্যে এলো উত্তপ প্রদেশের ভয়ঙ্কর ঘটনা। জানুন বিস্তারিত…  

Uttar Pradesh News: খবরের শিরোনামে ফের যোগী রাজ্য (Yogi Adityanath)। ভরদুপুরে প্রকাশ্যে এলো উত্তপ প্রদেশের ভয়ঙ্কর ঘটনা (Uttar pradesh News)। যোগী রাজ্যে রেল স্টেশনের ওভার হেডের তারে ঝুলছে মানব ভ্রুণ! এতদূর পড়ে নিশ্চয় অবাক হচ্ছেন যে, এটাও আবার সম্ভব নাকি! কী করে রেল লাইনের ওভার হেডের তারে মানব ভ্রুণ ঝুলবে? তবে এটাই সত্যি ঘটনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে রেল স্টেশনের ওভার হেডের তারে মানব ভ্রুণ ঝুলে থাকতে দেখা গিয়েছে। তবে উচ্চ বিদ্যুৎপরিবাহী এই তারের মধ্যে কীভাবে ভ্রুণটি গেল তা অবশ্য এখনও জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Uttar Pradesh Police)।

এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওভার হেডের মতো হাইটেনশন তারে ভ্রুণ ঝুলে থাকার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার। সেই সময় স্থানীয় লোকজনের নজরে ব্যাপারটি প্রথমে আসে। তারপর ওটি ভ্রুণই ঝুলছে বিষয়টি নিশ্চিত হতেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলের ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা এসে ভ্রুণটিকে উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ

উত্তর প্রদেশের কোন রেল স্টেশন থেকে ভ্রুণ উদ্ধার? ( Uttar pradesh human fetus update):-

ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের শাজানওয়া রেল স্টেশনে (Sahjanwa railway station)। তবে সেটি কীভাবে ওখানে এল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচুতে স্টেশনের ওভারহেড তারে এদিন মানব ভ্রুণটিকে ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। খবর দেওয়া হয় পুলিশে। ভ্রুণটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় অবাক তদন্তকারী আধিকারিকরাও।

যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্টেশনের আশপাশের কোনও বাড়ি থেকে ভ্রুণটিকে ছুড়ে ফেলা হয়ে থাকতে পারে। কিন্তু ওভারহেড তারে সেটি আটকে যায়। এই বিষয়ে উত্তর প্রদেশের পুলিশ সুপারিটেনডেন্ট জিতেন্দ্র শ্রীবাস্তব বলেন, ''আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। শুধু তাই নয়, আশপাশের বাড়িগুলিতে গিয়েও জিজ্ঞাসাবাদ করছি। খুব শীঘ্রই আমরা এই ঘটনার কিনারা করব।''

উল্লেখ্য, যোগী রাজ্যে যেভাবে একের পর এক খুন-ধর্ষনের মত ঘটনা ঘটছে তাতে এবার খোদ রেলের ওভার হেড তারে মানব ভ্রুণ ঝুলে থাকার খবরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath News)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।