সংক্ষিপ্ত
- এই সংস্থার ফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে
- উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ
- ১৮ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Redmi 9i
- ফোনটি আজ দুপুর ১২টায় লঞ্চ করা হবে
শাওমির সাব ব্র্যান্ড Redmi আজ Redmi 9 সিরিজের Redmi 9i এর ভারতের বাজারে বাজারে আজ লঞ্চ হচ্ছে। সূত্রের খবর অনুসারে, এই ফোনটির প্রাথমিক মূল্য প্রায় ৮ হাজার টাকারও কম হতে পারে। ফোনে ওয়াটারড্রপ স্টাইলের নচ ডিসপ্লে দেওয়া হবে। আসন্ন নতুন ফোনটি দেখতে অনেকাংশে Redmi 9, Redmi 9A, Redmi 9 Prime- এর মতো। এই স্মার্টফোনের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট mi.com ছাড়াও ই-কমার্সও Flipkart-এ পাওয়া যাবে এবং এর জন্য Flipkart একটি মাইক্রো সাইটও প্রকাশ করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.mi.com/in/redmi-9i/
দামের কথা বললে Redmi 9i এর প্রাথমিক দাম ৮,২০০ টাকা হতে পারে। যদি এটি হয়ে থাকে তবে আসন্ন নতুন ফোনটি কোম্পানির Redmi 9A এর চেয়ে ব্যয়বহুল এবং Redmi 9 এবং Redmi 9 Prime-এর চেয়ে সস্তা হবে। তবে দাম সম্পর্কে এখনও সংস্থাটির পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এর জন্য ব্যবহারকারীদের লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।
Redmi নাইন আই স্পেসিফিকেশন
এই ফোনে থাকছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এই ফোনটি থাকছে Mediatech Helio-এর চিপসেট। সঙ্গে রয়েছে হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি। ৬.৫৩-ইঞ্চ এর ডিসপ্লে সহ ১৬এম IPS LCD ক্যাপাসিটির টাচস্ক্রীন। এর রেজোলিউশন হল ৭২০x১৬০০। এই স্মার্টফোনটি IMUI ১২ সহ Andriod 10- এ চলবে। এই স্মার্টফোনটি কার্বোন গ্রে, স্কাই ব্লু, ওসন গ্রীন রঙের ভেরিয়েশনে পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে ১০ W চার্জিং সমর্থন সহ ৫০০০ MAH ব্যাটারি থাকতে পারে। এটি মাইক্রো-USB সংযোগকারী এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে। Redmi 9i একটি AI চালিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ স্পোর্ট করবে। এতে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং F/2.2 অ্যাপারচার থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টটিতে একটি ৫-MP ক্যামেরা থাকবে।