সংক্ষিপ্ত

আর তারপর কৌতূহলবশত সেই ট্র্যাফিক চালানের ফাইলটিতে ক্লিক করেন। 

চারিদিকে যেন অভিনব কায়দায় চলছে জালিয়াতি। নিজের হোয়াট্সঅ্যাপে ট্র্যাফিক চালান পেয়ে কার্যত, স্তম্ভিত হয়ে গেছিলেন সেই যুবক।

আর তারপর কৌতূহলবশত সেই ট্র্যাফিক চালানের ফাইলটিতে ক্লিক করেন। ব্যাস! তার কয়েক মিনিট পরেই ওই যুবক একটি মেসেজ পেলেন। তাঁর অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা উধাও।

বিপুল পরিমাণ এই টাকা খুইয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন সেই যুবক। শেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর সিঙ্গসান্দ্রার বাসিন্দা হরি কষ্ণণের সঙ্গে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। পুলিশকে হরি জানিয়েছেন, হোয়াট্সঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। ৮৩১৮৭৩২৯৫০ এই নম্বর থেকে সেই মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ‘‘আপনি ট্র্যাফিক আইন লঙ্খন করেছেন। আপনার গাড়ির চালান নম্বর কেএ৪৬৮৯৪২৩০৯৩৩০৭০০৭৩।”

জানা গেছে, ওই মেসেজের সঙ্গে একটি ফাইল অ্যাটাচ করা ছিল। বিপত্তিটা সেখানেই। সেই মেসেজে আরও লেখা ছিল যে, চালানের টাকা দিতে বাহন পরিবহণ অ্যাপ ডাউনলোড করতে হবে। সঙ্গে পাঠানো লিঙ্কে ক্লিক করে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। কৌতূহলবশত সেই লিঙ্কে ক্লিক করে বসেন ঐ যুবক।

কিন্তু অ্যাপ ডাউনলোড হতেই একটি ওটিপি আসে। তারপরই ফোনটিকে হ্যাক করে নিয়ে সমস্ত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

অর্থাৎ, আবারও সাইবার জালিয়াতি। কিন্তু তা পুরো নতুন পদ্ধতিতে। এমনিতেই দিকে দিকে সাইবার জালিয়াতি অনেক বেড়ে গেছে। কিন্তু এবার ট্র্যাফিক চালানের নামে এই অভিনব কায়দায় জালিয়াতি সত্যিই তাৎপর্যপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।