অ্যাডাল্ট কন্টেন্ট দেখছে? ভাবছেন আপনি ছাড়া হয়তো আর কেউ লক্ষ্যই করছে না। কিন্তু জানলে অবাক হবেন, হাজার হাজার এআই বটস আপনার ব্রাউজিং হিস্ট্রির দিকে তাকিয়ে বসে আছে।

বর্তমান প্রযুক্তি নির্ভর ডিজিটাল যুগে ফোন আমাদের ভীষণ ব্যক্তিগত। অনেকেই ব্যক্তিগত সময়ে ফোনে অ্যাডাল্ট কনটেন্ট দেখে থাকেন এবং ভাবেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপনীয়। অনেকে আবার ব্রাউজিংয়ের প্রাইভেট মোড বা ইনকগনিটো মোডে দেখে ভাবেন আপনি নিরাপদ। তবে প্রযুক্তিই বলছে অন্য কথা। আপনি যখন ফোনে এইসব কনটেন্ট দেখছেন, তখন শুধু আপনার চোখই নয়, আরও হাজার হাজার চোখও আপনার গতিবিধি দেখছে। এআই বট, ট্র্যাকার, ও স্পাই অ্যাপ গুলো চুপিসারে আপনার ফোন, ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন, এমনকি ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্যও সংগ্রহ করছে সেই সময়।

জানুন, কীভাবে আপনি নজরদারির শিকার হচ্ছেন?

১। মোবাইল অ্যাপস নজর রাখে আপনার গতিবিধির উপর

আপনি নিজের ফোনে যেভাবেই অ্যাডাল্ট কন্টেন্ট দেখেন না কেন, আপনার মোবাইল সার্ভিস অপারেটর আগে সেই খবর পায়। এছাড়াও আপনার ফোনে এমন অনেক অ্যাপ আছে যেগুলোও নজর রাখে আপনার গতিবিধির ওপর। ট্র্যাক করে আপনার ব্রাউজিং হিস্ট্রি।

২। সোশ্যাল মিডিয়া প্রোফাইল সার্চ করা হয়

আপনি কী দেখছে না দেখছেন, ব্রাউজারে তার হিস্ট্রি থাকে। এই ব্রাউজিং হিস্ট্রির ওপর ভিত্তি করে আপনাকে ট্র্যাক করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে আপনার দেখা কনটেন্টের হিস্ট্রি অনুযায়ী বিজ্ঞাপন, অ্যাপ বা আরও কন্টেন্ট এর ভান্ডার আপনার কাছে পাঠায়। কখনো খেয়াল করে দেখবেন, আপনি যা নিয়ে সার্চ করেন, যা দেখেন, যা বলেন সেই রকম বিজ্ঞাপন বা কন্টেন্ট আপনার ফোনে এসে উপস্থিত হয়। তাই কেউ যদি অ্যাডাল্ট কন্টেন্ট বেশি দেখেন, তার কাছে সেই ধরনেরই বিজ্ঞাপনই আসবে।

৩। ব্যাংক অ্যাকাউন্ট তথ্যের অপব্যবহার

অনেকেই আছেন যারা পেইড সার্ভিস নিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট দেখে থাকে। এদের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা বেশি। পেমেন্ট করার সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ব্রাউজিং হিস্ট্রি থেকে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়তে পারে। ফলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপব্যবহারও হতে পারে।

৪। ফোনে ম্যালওয়্যার ঢুকে যাওয়া

আপনার মোবাইলে অ্যাডাল্ট কন্টেন্ট দেখার সময় বা ডাউনলোড করার সময়, বিভিন্ন ওয়েবসাইট, লিংক বা বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে যেতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য বা ছবি ফাঁস হয়ে যাওয়ার মত সাইবার ক্রাইমগুলি ঘটতে পারে আপনার সাথে।