AI Powered Smart Collar: সারাংশ আপনারা বর্তমানেও আপনার পোষ্যের খেয়াল রাখবে বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত স্মার্ট কলার। পোষ্যের খাওয়াদাওয়া থেকে শুরু করে কোনো রোগের ঝুঁকি আছে কিনা, তাও বাতলে দেবে এই স্মার্ট কলার।
AI Powered Smart Collar: পোষ্য অভিভাবকের কাছে তাদের পোষ্য কুকুর পরিবারেরই এক সদস্য। তার খাওয়াদাওয়া, ঘুম, হাঁটাচলা কিংবা হঠাৎ কোনও অসুস্থতা—সব কিছুই নিয়ে অভিভাবকরা চিন্তায় থাকেন। কিন্তু সমস্যা হয় পোষ্য কথা বলতে না পাড়ায়, তাদের সমস্যাগুলি বোঝাও কঠিন হয়ে পড়ে।
পোষ্য অভুভাবকদের এই চিন্তা দূর করতেই এসেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত স্মার্ট কলার - ‘সিরিজ ৩ প্লাস’। ফি বাজারে প্রথম বের করল দি স্মার্ট কলার, যা একাধারে পোষ্যর স্বাস্থ্য, লোকেশন ও দৈনন্দিন অভ্যাসের নজরদারির দায়িত্ব নেবে।
কী কী কাজ করবে এই স্মার্ট কলার?
১। লোকেশন ট্র্যাকিং
এতে রয়েছে GPS প্রযুক্তি যা রিয়েল টাইমে জানাবে পোষ্য কোথায় যাচ্ছে, কখন কী করছে, তার খুঁটিনাটির খোঁজ। আবার পোষ্য হারিয়ে গেলেও এই কোলারের ব্যবহারে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে, ফলে চিন্তা কমবে অভিভাবকদের।
২। স্বাস্থ্য পর্যবেক্ষণ
আপনার পোষ্যের ক্লান্তি বাড়ছে কি না, ঠিকমতো খাওয়াদাওয়া করছে না কেন বা কোনও রোগে আক্রান্ত হয়েছে কি না, আবার খেয়ে করতে হয় মনখারাপ, মানুষের মতোই ডায়াবিটিস, হাইপারটেনশন, হার্টের রোগ - এসব কিছুর খেয়াল রাখতে হয়। আবার মন খারাপ, অবসাদ-উদ্বেগ খেয়াল করে আদরে-যত্নে রাখতে হয় তাদের। সব কাজে একাই একশো এই AI কলারটি উপযোগী হবে বলেই মনে করছেন গবেষকেরা।
৩। মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ
কলারটি একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে, যার মধ্যে আপনি লাইভ আপডেট পাবেন। ঐ অ্যাপে থাকবে স্কেলভিত্তিক রিপোর্ট, * পোষ্যের গতিবিধি * স্বাস্থ্য * ডায়েট * ঘুম
৪। অ্যালার্ট পাবেন
পোষ্যের যদি হঠাৎ ঘুম বেড়ে যায়, দৌড়ঝাঁপ করতে না চায়, ওজন বেড়ে যায় - এই লক্ষণগুলো অনেক সময়েই সংক্রমণ জনিত রোগ বা হার্টের রোগের ইঙ্গিত দেয়। এছাড়াও রক্তে শর্করা বাড়লে পোষ্যের আচরণে বদল - এসবই সনাক্ত করে স্মার্ট কলার আলার্ট পাঠিয়ে জানান দেবে আপনাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


