ChatGPT: চ্যাটজিপিটি এখন আর শুধু বোরিং জ্ঞানের ভান্ডার নয়, জীবনের দৈনন্দিন পার্সোনাইজড অ্যাসিসটেন্ট। রান্না থেকে ব্যবসার নাম, স্কুল প্রোজেক্ট থেকে ট্র্যাভেল প্ল্যানিং, জটিল ব্যাঙ্কিং বিষয় থেকে বাচ্চাদের গল্প বলা—সবই একা সামলে নিতে পারে চ্যাটজিপিটি।
ChatGPT: ২০২২ সালের নভেম্বরে প্রথম আত্মপ্রকাশ করার পর থেকেই চ্যাটজিপিটি (ChatGPT) রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায়। দ্রুত ভারত তথা বিশ্বে জনপ্রিয় হতে শুরু করেছে। ওপেনএআই-এর এই চ্যাটবট শুধু প্রযুক্তিপ্রেমীদেরই নয়, ইমেল লেখা, সোশাল মিডিয়া পোস্টের ড্রাফট হোক বা স্কুলের প্রোজেক্টের কাজ, গৃহস্থালী এমনকি ঘুরতে যাওয়ার পরিকল্পনাও অনায়াসে করে দিচ্ছে।
শুধু জ্ঞানী চ্যাটবট নয়, চ্যাটজিপিটি এখন হয়ে উঠছে আপনার ব্যক্তিগত সহকারী, গল্পকার, ট্র্যাভেল প্ল্যানার, স্বাস্থ্য পরামর্শদাতা এবং প্রয়োজন অনুযায়ী সৃজনশীল বন্ধুও।
কী কী কাজে চ্যাটজিপিটি হতে পারে আপনার পরম সহচর?
১। সপ্তাহের প্ল্যানিং এখন চ্যাটজিপিটি করে দেবে
আপনি কী খাচ্ছেন, ফ্রিজে কী আছে, সময় কেমন—এসব তথ্য দিলেই চ্যাটজিপিটি বানিয়ে দেবে পুরো সপ্তাহের মিল প্ল্যান। শুধু খাওয়া-দাওয়াই নয়, কাচা পোশাকের তালিকা দিয়ে দিন, আবহাওয়ার পূর্বাভাস ও শিডিউল বুঝে সারা সপ্তাহের পোশাকের রোস্টার পর্যন্ত সাজিয়ে দেবে।
২। আপনার সন্তানকে গল্প শোনাবে
রোজ রোজ নতুন গল্প বানাতে হিমশিম? শুধু সন্তানের নাম, প্রিয় পশু বা খেলনার তথ্য দিন, চ্যাটজিপিটি বানিয়ে দেবে ব্যক্তিকেন্দ্রিক রূপকথা বা মজার গল্প। চাইলে গল্পে বার্তা বা শিক্ষা যোগ করতেও বকতে পারেন।
৩। ট্র্যাভেল প্ল্যানার
চ্যাটজিপিটি আপনার ট্র্যাভেল পছন্দ অনুযায়ী সাজিয়ে দেবে ট্যুর প্ল্যান—ঐতিহাসিক স্থান, খাবার, প্রাকৃতিক সৌন্দর্য সব বিবেচনায় রেখে। এমনকি লোকাল ভাষার দরকারি শব্দ তালিকাও পেতে পারেন এক ক্লিকে।
৪। জটিল বিষয় বুঝুন সহজ ভাষায়
ইন্সুরেন্স, ইনভেস্টমেন্ট, কর বা ক্রেডিট স্কোর—চ্যাটজিপিটি এই জটিল অর্থনৈতিক বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়, যেন প্রতিটি সিদ্ধান্ত আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক ভাবে নিতে পারেন।
৫। সৃজনশীলতা বন্ধু চ্যাটজিপিটি
কবিতা লিখতে হবে? নতুন ব্যবসার নাম ভাবছেন? সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে চান? স্রেফ ঠিকমতো বুঝিয়ে বলুন কী চাইছেন, বাকিটা দেখুন ম্যাজিকের মতো আপনার সামনে সাজিয়ে দেবে চ্যাটজিপিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


