YouTube Creator: ইউটিউবে আয় শুরু করতে শুধুমাত্র ভিডিও আপলোড করাই যথেষ্ট নয়। বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে হলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যোগদান বাধ্যতামূলক।
YouTube Creator: ইউটিউবে গোল্ডেন বাটন পাওয়ার পর একজন কনটেন্ট ক্রিয়েটর ঠিক কত টাকা আয় করেন এবং সেই আয়ের উপর কত কর ধার্য হয়? নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এ প্রশ্ন এখন খুবই সাধারণ। ডিজিটাল যুগে ইউটিউব আর শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং লক্ষ লক্ষ মানুষের কাছে আয়ের অন্যতম বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রতিদিন বিপুলসংখ্যক ভিডিও আপলোড এবং ভিউয়ের সঙ্গে বাড়ছে আয়ের সম্ভাবনাও।
৫ কোটি সাবস্ক্রাইবার?
ইউটিউবে আয় শুরু করতে শুধুমাত্র ভিডিও আপলোড করাই যথেষ্ট নয়। বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে হলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যোগদান বাধ্যতামূলক। সাবস্ক্রাইবারের নির্দিষ্ট মাইলফলক পার করলেই ক্রিয়েটররা পান ইউটিউবের বিশেষ পুরস্কার যেগুলিকে বলা হয় ‘ক্রিয়েটর অ্যাওয়ার্ড’। ১ লাখ সাবস্ক্রাইবারে সিলভার প্লে বাটন, ১০ লাখ সাবস্ক্রাইবারে গোল্ড প্লে বাটন, ১ কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড প্লে বাটন এবং ৫ কোটি সাবস্ক্রাইবার অতিক্রম করলে কাস্টম প্লে বাটন।
১০ লক্ষ সাবস্ক্রাইবার থাকা মানেই চ্যানেলটি গোল্ড প্লে বাটনের যোগ্য। সাধারণত বিজ্ঞাপনদাতারা প্রতি হাজার ভিউতে প্রায় ২ ডলার পর্যন্ত প্রদান করেন। সেই হিসাবে, যদি কোনও ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করেন এবং ধারাবাহিকভাবে উচ্চ ভিউ পান, তাহলে তার বার্ষিক আয় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি থাকে ব্র্যান্ড স্পনসরশিপ, পেইড প্রোমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেগুলো থেকে আরও বড় অঙ্কের আয় সম্ভব।
১০ লক্ষের বেশি আয়ের উপর ৩০% কর দিতে হয়
ইউটিউব আয়ের উপর কর কত? ভারতে ইউটিউব থেকে প্রাপ্ত আয় আয়কর আইনের আওতায় পড়ে। বার্ষিক আয় ২.৫ লক্ষ পর্যন্ত হলে কোনও কর নেই। পুরনো কর ব্যবস্থায় ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ আয়ের উপর ৫% কর, ৫ লক্ষ থেকে ১০ লক্ষ আয়ের উপর ২০% কর এবং ১০ লক্ষের বেশি আয়ের উপর ৩০% কর দিতে হয়।
উদাহরণস্বরূপ, কোনো গোল্ড প্লে বাটনধারী চ্যানেল যদি বছরে ৪০ লক্ষ আয় করে, তাহলে হিসাব অনুযায়ী করের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১২ লক্ষ টাকা। অর্থাৎ, ইউটিউবে সফল হতে পারলে আয়ের সম্ভাবনা যেমন বিশাল, তেমনি তার উপর প্রযোজ্য কর কাঠামোও জেনে রাখা জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


