সংক্ষিপ্ত

  •  আকর্ষণীয় একগুচ্ছ ফিচার উপহার আনল ফেসবুক 
  •  ভারতীয় ইউজারদের দিওয়ালি সেলিব্রেশনের জন্যই নয়া ফিচার 
  • দীর্ঘলকডাউনে ঘরবন্দিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও বেড়েছে 
  • সব কিছু কথা মাথায় রেখে উৎসবে নয়া ফিচার মার্ক জুকারবার্গের সংস্থার 


দোরগোড়ায় দিওয়ালি। আলোর রোশনাইতে ভরে যাবে দেশ। আর তাই উৎসবের উপলক্ষ্যেই ইউজারদের জন্য জন্য আকর্ষণীয় একগুচ্ছ ফিচার উপহার আনল ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে ফিচারগুলির কথা ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন, দীপাবলিতে বাজি রুখতে কড়া কলকাতা পুলিশ, এই নম্বরে ফোন করলেই ব্যবস্থা নেবে লালবাজার

 

 

আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়

কেন এই সিদ্ধান্ত মার্ক জুকারবার্গের সংস্থার

বুধবার ফেসবুকের তরফে জানানো হয় যে, ভারতীয় ইউজারদের দিওয়ালি সেলিব্রেশনের জন্যই নয়া ফিচার আনা হয়েছে। একে করোনার জেরে দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দি ছিল দেশ। আর সেই সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহারও বেড়েছে। এবং ফেসবুক তার মধ্য়ে অন্যতম। এই পরিস্থিতিতে ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে দিওয়ালি উপলক্ষে নয়া ফিচার এনেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

 

 

আরও পড়ুন, আজই বেরিয়ে পড়ুন, মন ভাল করে ফিরুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ

 

কী কী নয়া ফিচার আনল ফেসবুক

 
জানা গিয়েছে, নয়া ফিচারগুলি মধ্য়ে রয়েছে চ্যালেঞ্জ ইউর ফ্রেন্ডস অ্য়ান্ড ফ্যামিলি। নিজের পরিবারের সঙ্গে কীভাবে দিওয়ালি পালন করলেন সেই ছবি পোস্ট করার সময়   দিওয়ালিঅ্যাটহোমচ্য়ালেঞ্জ হ্যাস ট্য়াগ দিয়ে ফেসবুকে দিতে হবে। পাশাপাশি থাকছে  নয়া ফিচারগুলি মধ্য়ে ড্রেস আপ ইউর অবতার। এই ফিচারের সাহয্যে একজন ফেসবুক ইউজার নিজের অবতারকে সাজাতে পারবেন, কোনও পোস্টে সেই অবতারকে ব্যবহারও করতে পারবেন।