Folding Smartphone: চলতি ২০২৫ সালের জুলাই মাসে, বাজারে আসতে চলেছে একগুচ্ছ ফোল্ডিং স্মার্টফোন। গোটা ফোনটাই ভাঁজ করে ফেলা যাবে।
Folding Smartphone: বাজার কাঁপাতে আসছে ফোল্ডিং স্মার্টফোন। চলতি ২০২৫ সালের জুলাই মাসে, বাজারে আসতে চলেছে একগুচ্ছ ফোল্ডিং স্মার্টফোন। গোটা ফোনটাই ভাঁজ করে ফেলা যাবে (folding smartphone 2025)।
কোন কোম্পানি লঞ্চ করবে?
দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চিনা সংস্থা ভিভো ফোল্ডিং স্মার্টফোন আনতে চলেছে বাজারে। আর এই ফোনগুলিতে থাকছে একধিক সুবিধা। একদিকে যেমন রয়েছে স্মার্ট লুক। অন্যদিকে, থাকছে বিপুল স্টোরেজের সুবিধা (folding smartphone price)।
জানা যাচ্ছে, চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই দুটি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনতে চলেছে স্যামসাং। সেগুলি হল, জ়েড ফ্লিপ ৭ এবং জ়েড ফোল্ড ৭। উল্লেখ্য, প্রথম ফোনটির লাইটার ভার্সানও গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেইসঙ্গে, ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক মডেলটিও লঞ্চ করার পরিকল্পনা রয়েছে তাদের।
ভিভো যে নতুন ফোল্ডিং ফোন আনছে, সেটির নাম এক্স ফোল্ড ফাইভ
চিনা সংস্থাটি দাবি করছে, এই স্মার্টফোনটি ভাঁজ করলে সেটি আইফোনের থেকেও অনেকটা পাতলা হয়ে যাবে। এটিতে থাকছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে আবার ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক জ়ুম লেন্সও পাবেন গ্রাহক।
ফোল্ডিং স্মার্টফোন ব্যবহারকারীদের একটা বড় অংশ অভিযোগ করছেন, ফোনটির ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভিভো জানিয়েছে, ভাঁজ করা স্মার্টফোনটি তৈরির সময়, সেইদিকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এক্স ফোল্ড ফাইভে ৬,০০০ এমএইচ ব্যাটারিও থাকছে বলে জানা গেছে।
ফলে, প্রতিযোগিতার নিরিখে দেখতে গেলে, এটি স্যামস্যাংকেও টেক্কা দিতে পারে বলে মনে করছেন অনেকে। ওদিকে আবার বহুজাতিক জাপানি সংস্থা সোনি স্মার্টফোনব্যবসা থেকে ধীরে ধীরে কিছুটা সরে দাঁড়াচ্ছে। তাদের এক্সপেরিয়া সিরিজ়ের নতুন যে ফোনটির বাজারে আসার কথা রয়েছে, সেটিকে তৈরির দায়িত্ব অন্য একটি সংস্থার হাতে তারা তুলে দিয়েছে বলে জানা গেছে।
কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চিনা সংস্থা ভিভো ফোল্ডিং স্মার্টফোন আনতে চলেছে বাজারে। আর এই ফোনগুলিতে থাকছে একধিক সুবিধা। একদিকে যেমন রয়েছে স্মার্ট লুক। অন্যদিকে, থাকছে বিপুল স্টোরেজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।