- Home
- Technology
- Facebook ভিডিও-তে ভিউয়ার্স আসছে না? হচ্ছেন না লক্ষ্মী লাভ? এই কাজ করলে মাসে ঢুকবে ৩ লক্ষ টাকার অধিক
Facebook ভিডিও-তে ভিউয়ার্স আসছে না? হচ্ছেন না লক্ষ্মী লাভ? এই কাজ করলে মাসে ঢুকবে ৩ লক্ষ টাকার অধিক
- FB
- TW
- Linkdin
ফেসবুক বর্তমানে আয়ের এক মাধ্যমে পরিণত হয়েছে। বহু মানুষ রিল বানিয়ে কিংবা ভিডিও পোস্ট করে আয় করছেন।
তবে, ভিডিও পোস্ট করলেই যে তার থেকে আয় হবে এমন নয়। এমন অনেকেই আছেন যারা নিয়মিত ভিডিও পোস্ট করছেন কিন্তু আয় হচ্ছে না।
আপনিও যদি ফেসবুকে ভিডিও পোস্ট করে ভিউয়ার্স না পেয়ে থাকেন কিংবা আপনার যদি লক্ষ্মী লাভ না হয় তাহলে মেনে চলুন এই টিপস।
তিনটি শর্ত মেনে ফেসবুক পেজে কনটেন্ট পোস্ট করে হবে। প্রথমত, ফেসবুকের কনিউনিটি স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে। কোনও নিষিদ্ধ বিষয় পোস্ট করা যাবে না।
পার্টনার মনিটাইজেশন পদ্ধতি মেনে চলতে হবে। কোন ধরনের কনটেন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে শেয়ার করবেন সেগুলো উল্লেখ করা আছে।
কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলুন। যেমন কোনও হিংসাত্মক বা নিরাপদ নয় এমন কনটেন্ট আপলোড করবেন না।
তেমনই আয় বৃদ্ধিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন তরতে পারেন। আপনার পোস্টে ব্যবসায়িক পার্টনারদের ট্যাগ করুন। তাদের কাছে অ্যাক্সেসের জন্য অনুরোধ করতে হবে। অনুমতি পেলে আপনার পেজের ব্র্যান্ড কোলাবস ম্যানেজারের মাধ্যমে কোলাবরেশন করে নিন।
ফলোয়ার্সদের কাছ থেকে আয় করতে পারে। এক্ষেত্রে ফেসবুকে এমন কনটেন্ট ক্রিয়েট করুন যাতে দর্শক আকৃষ্ট হন। নির্দিষ্ট সংখ্যক ভিউ তৈরির করতে পারলে মাসে ৪ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় হয়।
ইন স্ট্রিম অ্যাড দিয়ে আয় রতে পারেন। ১ মিনিটের কম সময়ের ভিডিও বানান। ভিডিওটি গল্পের আকারে উপস্থাপন করুন। এতে ইন স্ট্রিম অ্যাড দিয়ে আয় করতে পারেন। ইন স্ট্রিম অ্যাড পেতে হলে পেদে ১০ হাজার ফলোয়ার হতে হবে।
পেইড সাবস্ক্রিপশন তৈরি করে মাসে আয় বাড়াতে পারেন। ভেগান বেকার নামে একটি ব্র্যান্ড এই কাজ করেছিল। তারা তাদের ব্র্যান্ডের ফলোয়ারদের জন্য আলাদা ফেসবুক গ্রুপ তৈরি করে। যেখানে বিশেষ কনটেন্ট ও বিভিন্ন ছাড় পেতে ফলোয়াররা প্রতি মাসে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিত।