সংক্ষিপ্ত

নতুন গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল BSNL।

নতুন গ্রাহকদের মন জয় করতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল সরকারি টেলিকম সংস্থা BSNL। মাত্র ১০৮ টাকার এই প্ল্যানে রয়েছে কল, ডেটা এবং SMS-এর সুবিধা। বাজেট-বান্ধব এই প্ল্যানটি নতুন সিম নিয়ে BSNL-এ আসা গ্রাহকদের আকৃষ্ট করবে। 

কম খরচে গ্রাহকদের সন্তুষ্ট করতে BSNL-এর এই পদক্ষেপ। নতুন বাজেট-বান্ধব রিচার্জ প্ল্যানটির দাম ১০৮ টাকা। ২৮ দিনের বৈধতা সহ এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা রয়েছে। মোট ২৮ জিবি ডেটা, অর্থাৎ প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও ২৮ দিনের জন্য ৫০০টি বিনামূল্য SMS-ও পাওয়া যাবে। 

ফার্স্ট রিচার্জ কুপন (FRC) হিসেবে এই নতুন প্ল্যানটি চালু করেছে BSNL। নতুন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই রিচার্জ প্ল্যানে ১০৮ টাকা দিয়ে সিম অ্যাক্টিভেট করতে হবে। এর ফলে প্রথম ২৮ দিন ১০৮ টাকার প্ল্যানের সুবিধা উপভোগ করা যাবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বৃদ্ধির ফলে অনেকেই BSNL সিম বেছে নিচ্ছেন। এই সুযোগ কাজে লাগাতেই BSNL-এর এই নতুন পদক্ষেপ। 

বাস্তবেই নতুন গ্রাহকদের মন জয় করতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল সরকারি টেলিকম সংস্থা BSNL। মাত্র ১০৮ টাকার এই প্ল্যানে রয়েছে কল, ডেটা এবং SMS-এর সুবিধা। বাজেট-বান্ধব এই প্ল্যানটি নতুন সিম নিয়ে BSNL-এ আসা গ্রাহকদের আকৃষ্ট করবে।নতুন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই রিচার্জ প্ল্যানে ১০৮ টাকা দিয়ে সিম অ্যাক্টিভেট করতে হবে। এর ফলে প্রথম ২৮ দিন ১০৮ টাকার প্ল্যানের সুবিধা উপভোগ করা যাবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বৃদ্ধির ফলে অনেকেই BSNL সিম বেছে নিচ্ছেন। এই সুযোগ কাজে লাগাতেই BSNL-এর এই নতুন পদক্ষেপ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।