Meta Acquires Voice Cloning: একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন মেটায়। এবার তারা এআই স্টার্টআপ প্লে এআই-কে অধিগ্রহণ করেছে।

Meta Acquires Voice Cloning: ভয়েস প্রযুক্তিতে কাজ করা এআই স্টার্টআপ প্লে এআই-কে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড অধিগ্রহণ করে নিয়েছে। জেনারেটিভ ভয়েস প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্লে এআই-কে মেটা অধিগ্রহণ করেছে। এই চুক্তির মাধ্যমে পুরো প্লে এআই টিম আগামী সপ্তাহের মধ্যে মেটাতে যোগ দেবে বলে খবর। সেখানে তারা গুগলের প্রাক্তন সিনিয়র স্পিচ এআই প্রধান জোহান শালকউইকের অধীনে কাজ শুরু করবে বলে সূত্রের খবর। সম্প্রতি জোহান শালকউইকও মেটাতে যোগ দিয়েছেন।

উন্নত ভয়েস ক্লোনিং টুলের জন্য প্লে-এআই যথেষ্ট বিখ্যাত 

এটি ব্যবহারকারীদের নিজস্ব কণ্ঠস্বর অনুলিপি করতে বা নতুন কোনও মানুষের মতো কণ্ঠস্বর তৈরি করতে সুবিধা করে দেয়। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফোন সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলি ব্যবহার করা যাবে। মেটা এআই, এআই ক্যারেক্টার, ওয়্যারেবলস বিভাগ সহ একাধিক এআই প্রকল্পগুলির সঙ্গে প্লে এআই-এর প্রযুক্তি ভালোভাবে মানানসই বলে মেটা দাবি করেছে।

সুপার ইন্টেলিজেন্স ল্যাব

ইতিমধ্যেই মানুষের চেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরির লক্ষ্যে কোম্পানিটি সম্প্রতি একটি সুপার ইন্টেলিজেন্স ল্যাব চালু করেছে। জুন মাসে এআই ডেটা লেবেলিং-এর জন্য পরিচিত স্টার্টআপ স্কেল এআই-তে মেটা ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। নতুন ল্যাবটি পরিচালনার জন্য তার সিইও আলেকজান্ডার ওয়াংকেও নিয়ে আসা হয়েছে।

এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলি থেকে প্রতিভাবানদের বাছাই করার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে মেটা। ওপেনএআই, গুগল ডিপমাইন্ড, অ্যাপলের মতো বড় টেক কোম্পানিগুলির এআই বিশেষজ্ঞদের ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং জিপিটি-৪-এ কাজ করা বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ও গুগল জেমিনি টিমের প্রতিভাবানদের মেটা ইতিমধ্যেই নিয়োগ করেছে তাদের এই প্রোজেক্টে।

মেটার ভয়েস এবং এআই প্রযুক্তি

প্লে এআই-এর ভয়েস প্রযুক্তির সংযোজন আদতে মেটার জন্য নয়া ভবিষ্যতের দিকে যাত্রার দিকেই যেন ইঙ্গিত দিচ্ছে। মেটার ভয়েস এবং এআই প্রযুক্তিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এই অধিগ্রহণ অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন অনেকেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।