লঞ্চ করেছে Noise Colorfit Pro 3 অত্যাধুনিক ও দুর্দান্ত ফিচার সমৃদ্ধ এই স্মার্ট ওয়াচ এক বার চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে এই স্মার্ট ওয়াচ আর কি ফিচার রয়েছে এই ঘড়িতে, জেনে নিন
সদ্য লঞ্চ করেছে নয়েজ কালারফিট প্রো ৩ (Noise Colorfit Pro 3) নামে কালারফিট প্রো সিরিজের অধীনে একটি নতুন স্মার্টওয়াচ। ফিটনেস ও লাইফস্টাইলে আগ্রহীদের জন্য এই স্মার্টওয়াচটি অত্যন্ত আকর্ষনীয়। কালারফিট প্রো এবং কালারফিট প্রো ২ এর পরে কালারফিট সিরিজের তৃতীয় এল এবার বাজারে, যার অত্যাধুনিক ও দুর্দান্ত ফিচারের কাছে হার মানবে আগের দুটি সিরিজ। কালারফিট প্রো ৩ মোট পাঁচটি আকর্ষনীয় রঙে পাওয়া যাচ্ছে। রোজ পিঙ্ক, জেট ব্ল্যাক, জেট ব্লু, স্মোক গ্রে, স্মোক গ্রিন এবং রোজ রেড -এই পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে স্মার্ট ওয়াচটি। মাত্র ৩,৯৯৯ টাকাতেই মিলবে এই স্মার্ট ওয়াচ। নয়েসের ওয়েবসাইট ছাড়াও, অ্যামাজন এবং ফ্লিপকার্টে ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ফোনের Storage Full নিয়ে সমস্যা, বিনা খরচে বাড়িয়ে নিন সহজ উপায়ে
নয়েজ কালারফিট প্রো ৩ -এ রয়েছে ১.৫৫ -ইঞ্চির ফুল টাচ এইচডি ট্রুভিউ ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে 320 x 360 পিক্সেল এবং ৫০০ নিটস ব্রাইটনেসের সুবিধা। স্মার্টওয়াচটিতে রয়েছে ৫.০ ব্লুটুথ সাপোর্ট ব্যবস্থা এবং এটি অ্যান্ড্রয়েড ৪.৪। স্মার্ট ওয়াচটিতে রয়েছে সিলিকন স্ট্র্যাপ।

এছাড়াও অত্যাধুনিক ও দুর্দান্ত ফিচার সমৃদ্ধ এই স্মার্ট ওয়াচটি এক বার চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে। মোট ১৪ টি স্পোর্টস মোড রয়েছে এর। এতে রয়েছে অটো স্পোর্টস রিকগনিশনের সুবিধাও। ২৪/৭ হার্ট রেট মনিটরিং -এর সুবিধা রয়েছে এতে। স্ট্রেস মনিটারিংয়েরও ব্যবস্থা রয়েছে এই ঘড়িটিতে। ৫০ মিটার পর্যন্ত জল ও ধূলিকণা প্রতিরোধের ক্ষমতা রয়েছে। এর সবথেকে আকর্ষনীয় ফিচারটি হল এতে ২১০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা একবার চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে।
