Open AI:  ওপেনএআই লঞ্চ করল সোরা আপ। যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করা হলো। এই অ্যাপের সুবিধা কেবলমাত্র কানাডা এবং আমেরিকার আইফোন ইউজারদের জন্য।

Open AI: ওপেনএআই একটি নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ চালু করেছে। অ্যাপটির নাম ‘সোরা’। এটি টিকটকের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ব্যবহারকারীরা এআই ব্যবহার করে ভিডিও তৈরি ও শেয়ার করতে পারবেন। ওপেনএআই বলছে, সোরা অ্যাপটি তাদের নতুন জেনারেশন ভিডিও জেনারেশন মডেল দ্বারা চালিত। এটি ব্যবহারকারীদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করা সহজ করে দেবে। বিশ্বস্ত সূত্র রয়টার্স ও ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে।

ব্যবহারকারীকে ইনভিটেশন পাঠানো হচ্ছে

সোরা অ্যাপের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য সোরা অ্যাপটি বর্তমানে শুধুমাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। এটি শুধুমাত্র আমেরিকা ও কানাডায় ডাউনলোড করা যাবে। সীমিত সংখ্যক ব্যবহারকারীকে ইনভিটেশন পাঠানো হচ্ছে।

সোরা অ্যাপের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য সোরা অ্যাপটি বর্তমানে শুধুমাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। এটি শুধুমাত্র আমেরিকা ও কানাডায় ডাউনলোড করা যাবে। সীমিত সংখ্যক ব্যবহারকারীকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে।

অ্যাপটি ওপেনএআই-এর সর্বশেষ ‘সোরা ২’ মডেল ব্যবহার করছে। এই মডেলটি আগের চেয়ে বেশি বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। এটি সিনেমাটিক, অ্যানিমেটেড ও ফটোরিয়ালিস্টিক স্টাইলে ভিডিও তৈরি করতে সক্ষম।

ভিডিও জেনারেশনের আগে পরিচয় যাচাই

সোরার বিশেষ ফিচার ‘ক্যামিওস’। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের অডিও ও ইমেজ ভিডিওতে যুক্ত করতে পারবেন। তবে ভিডিও জেনারেশনের আগে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক।

এছাড়া থাকছে আরও একটি ফিচার, যার নাম ‘রিমিক্স’। এটির সাহায্যে ইউজাররা যে কোনও ক্লিপ ট্রেন্ডে গা ভাসাতে পারবেন। তবে ভিডিওগুলির দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ভিডিওগুলির নিরাপত্তা নিয়ে। সেকথা মাথায় রেখেই ওপেনএআই নিয়ম করেছে, অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানো যাবে না।

পাশাপাশি সেলেব্রিটিজের মুখও ব্যবহারের অনুমতি নেই। তবে কোনও জনপ্রিয় ব্যক্তি নিজে তাঁর ‘ক্যামিও’ আপলোড করে ব্যবহারের সম্মতি দিলে অন্য কথা। আপাতত এই নয়া অ্যাপ নিয়ে উত্তেজিত সংস্থার কর্তারা। তাঁরা একে ‘ভিডিওর চ্যাটজিপিটি মুহূর্ত’ বলে বর্ণনা করতে শুরু। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।