Redmi Smartphone: স্মার্টফোনের দুনিয়াতে ঝড় তুলে রেডমি নোট ১৪ SE 5G বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই বেশ কিছু ফিচার সামনে এসেছে।

Redmi Smartphone: রেডমি নোট ১৪ SE 5G খুব শীঘ্রই ভারতেরভ বাজারে লঞ্চ হবে বলে জানিয়েছে দিয়েছে কোম্পানিটি। গত ২০২৪ সালের ডিসেম্বরে লঞ্চ হওয়া রেডমি নোট ১৪ 5G সিরিজের সঙ্গেই এই ফোনটি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। নিজেদের এক্স-হ্যান্ডলে একটি পোস্ট করেছে রেডমি ইন্ডিয়া। সেখানেই তারা নতুন রেডমি নোট ১৪ SE 5G-এর আসন্ন লঞ্চের ঘোষণা করেছে (redmi note 14 se 5g launch date in india)। 

আগামী ২৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোনটি

রেডমি নোট ১৪ 5G, নোট ১৪ প্রো 5G এবং নোট ১৪ প্রো+ 5G হল নোট ১৪ সিরিজের অন্তর্গত দুটি সেরা ফোন। এদিকে, আসন্ন নোট ১৪ SE 5G-তে ১৬ জিবি পর্যন্ত RAM (ভার্চুয়াল RAM সহ) সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট থাকবে বলে জানা গেছে।

তবে ভারতে লঞ্চ হওয়ার আগে, আসন্ন নোট ১৪ SE 5G-এর বেশ কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ করেছে রেডমি। ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১০০ নিটস পিক ব্রাইটনেস সহ একটি AMOLED স্ক্রিন থাকবে এই হ্যান্ডসেটটিতে। এটিতে একটি ৬.৬৭ ইঞ্চির প্যানেল হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা থাকবে। 

১৬ জিবি পর্যন্ত RAM সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা SoC হল এই হ্যান্ডসেটের অন্যতম একটি বিশেষ ফিচার। রেডমি নোট ১৪ SE 5G-তে ভার্চুয়াল RAM এক্সপ্যানশনও থাকবে বলে জানা গেছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) 

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০-মেগাপিক্সেল সনি LYTY-600 প্রাইমারি সেন্সর থাকবে ফোনটিতে। ফলে, কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব বলে দাবি করেছে কোম্পানি।

ডুয়াল স্টিরিও স্পিকার, ৩০০ শতাংশ পর্যন্ত ভলিউম বুস্ট এবং Dolby Atmos সাপোর্টও থাকবে এই ফোনটিতে। টার্বোচার্জ ফাস্ট চার্জিং সহ ৫,১১০ mAh ব্যাটারিও থাকবে এই হ্যান্ডসেটে। TUV SUD সার্টিফাইড ব্যাটারি এটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।