Samsung Galaxy S25: স্যামসাং কোম্পানির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন হিসেবে ফ্ল্যাগশিপ ফিচার সহ গ্যালাক্সি এস২৫ এজ বাজারে এসেছিল।
Samsung Galaxy S25: স্যামসাং-এর ইতিহাসের সবচেয়ে স্লিম ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ এজ-এর বিক্রি কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ! গ্যালাক্সি এস সিরিজকে নতুন ডিজাইন দেওয়ার জন্য এই ফ্ল্যাগশিপটি আনা হলেও এস২৫ এজ ফোন বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি বলেই জিএসএম এরিনা জানিয়েছে।
একটি নতুন স্মার্টফোন বাজারে এলে প্রথম তিন মাসের মধ্যেই বোঝা যায় যে, রেসপন্স কেমন? তবে স্মার্টফোনের ইতিহাসের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে বাজারে আসা গ্যালাক্সি এস২৫ এজ প্রথম তিন মাসের বিক্রি একেবারেই প্রত্যাশিত হয়নি। মে মাসের শেষের দিকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্মার্টফোনটি বাজারে এসেছিল। প্রত্যাশার তুলনায় অনেক কম ইউনিট বিক্রি হওয়ার গোলে, অ্যাপল এই ফোনটির উৎপাদন কমিয়ে দিয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
আগামী বছর আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজে প্লাস মডেলের পরিবর্তে এজ মডেল আনা হবে বলে জানা যাচ্ছে

সাধারণত, স্যামসাং-এর স্মার্টফোন গ্যালাক্সি সিরিজের মধ্যে সবচেয়ে কম বিক্রি হয় প্লাস মডেলের। মাত্র ৫.৮ মিমি পুরু এই হ্যান্ডসেটটি স্যামসাং-এর অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটাই পাতলা। এছাড়া এই হ্যান্ডসেটটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ-এর পাতলা চেসিসের সঙ্গে বেশ মানানসই ২০০ এমপি সেন্সরও রয়েছে। অন্যদিকে, ১২ এমপি আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে ফোনটিতে। গ্যালাক্সি এস২৫+ বা আল্ট্রার মতো টেলিফটো সেন্সর নেই।
এস২৫ এজ-এ ৩৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল। আর ঠিক তাই হল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ একটি প্রিমিয়াম স্মার্টফোন। অ্যাপলের আসন্ন আল্ট্রা-স্লিম ফোন আইফোন ১৭ এয়ার-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে এই স্লিম হ্যান্ডসেটটি বাজারে আনা হয়েছিল। তবে স্যামসাং-এর এই প্রচেষ্টা সফল হয়েছে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
গ্যালাক্সি এস২৫ এজ-এর দাম ভারতে ১,০৯,৯৯৯ টাকা থেকে শুরু। ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম এটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


