- Home
- Technology
- Scam Calls: কল রিসিভ করলেই ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, ভুলেও এই নম্বর থেকে আসা ফোন তুলবেন না
Scam Calls: কল রিসিভ করলেই ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, ভুলেও এই নম্বর থেকে আসা ফোন তুলবেন না
সাইবার প্রতারণার নতুন ফাঁদ। +৬৭০ এবং +৬৭ নম্বর থেকে আসা ফোন ধরবেন না। এই নম্বরগুলি প্রতারকদের এবং নানা গল্প ফেঁদে টাকা হাতিয়ে নিচ্ছে।

দিনের পর দিন বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। বিভিন্ন টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। চারিদিকে নানান ধরনের ফাঁদ পেতে আছে প্রতারকরা।
বোকা বানিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে প্রতারকরা। এই ঘটনায় বহু দুষ্কৃতি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।
তা সত্ত্বেও চলছে এমন ঘটনা। ফোন করে কোনও না কোনও গল্প ফেঁদে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
ফের সামনে এল নয়া এক জালিয়াতির খবর। এবার সাবধান হন অচেনা নম্বর থেকে।
বেশ কিছু ধরনের ফোন নম্বর আছে, বিশেষ করে +৬৭০ এবং +৬৭ নম্বর থেকে আসা ফোন ভুলেও ধরবেন না।
+৬৭০ এবং +৬৭ নম্বর গুলো আর্মেনিয়া বা টিমর লেস্টের নম্বর নয়। বরং, প্রতারকদের নম্বর।
এই সব নম্বর থেকে আসা ফোনে নিজেদের অথোরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি বলে দাবি করছে। নানা গল্প ফেঁদে টাকা হাতাচ্ছে।
আপনার ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাবে এমন বলে আপনার ফোনে ১ কিংবা ২ প্রেস করতে বলছে। আর এই কাজ করা মাত্রই টাকা হাতিয়ে নিচ্ছে।
তাই সতর্ক হন। ভুলেও এমন অচেনা নম্বর থেকে আসা ফোন ধরবেন না। +৬৭ কিংবা +৬৭০ দিয়ে নম্বর শুরু হলে সতর্ক হন।
প্রতারকদের জাল থেকে বাঁচতে চাইলে সময় থাকতে সতর্ক হন। অচেনা ব্যক্তিকে আপনার