দেশের ২১ লক্ষ ফোন নম্বর ব্লক করে দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এমনকি তাদের তরফে জানানো হয়েছে, স্প্যাম ও অন্যান্য জালিয়াতির জন্য যুক্ত থাকার কারণেই এই নম্বরগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবার বিরাট একটা পদক্ষেপ করল TRAI বা দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি। গত ১ বছরে ২১ লক্ষের বেশি মোবাইল নম্বর ও প্রায় ১ লক্ষ জালিয়াত সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এমনকি তাদের ফোন নম্বরও বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাই জানিয়েছে দেশের মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এই কাজ সত্যিই জরুরি ছিল।

দেশের কমিউনিকেশন মিনিস্ট্রি জানিয়েছে, এত পরিমাণ জালিয়াত ও স্প্যাম নম্বরকে চিহ্নিত করা গিয়েছে শুধুমাত্র দেশের নাগরিকদের সচেতন মনোভাবের কারণে। কারণ, আমার-আপনার মতো সাধারণ মানুষের একটি রিপোর্টই কিন্তু জালিয়াতদের শেষ করে দিতে পারে মুহূর্তে। আসলে কোনও স্প্যাম কল আপনি ব্লক করলে সেই নম্বর শুধুমাত্র আপনার ওই মোবাইল ডিভাইসে আর ফোন করতে পারে না। কিন্তু অন্য মানুষদের সঙ্গে সেই নম্বর থেকে যোগাযোগ করা যায়। তাহলে কি উপায়?

এখানেই উঠে আসে TRAI DND বলে কেন্দ্রের একটি অ্যাপের কথা। এই অ্যাপ ব্যবহার করে কেউ যদি কোনও মেসেজ রিপোর্ট করে তাহলে ট্রাই ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সেই নম্বরটাকে ট্র্যাক করে চিরতরে ব্ল্যাকলিস্টেড করে দেয়। আর বন্ধ হয়ে যায় জালিয়াতি।

সেই কারণেই ট্রাই জানিয়েছে, যে কোনও স্প্যাম কলের ক্ষেত্রে শুধুমাত্র নিজের ফোন থেকে ব্লক করলেই হবে না। তাদের TRAI DND অ্যাপ দিয়ে রিপোর্টও করতে হবে। TRAI DND App ডাউনলোড করুন। আর কোনও নম্বর শুধুমাত্র ব্লক না করে অ্যাপে রিপোর্ট করুন। কোনও ভাবেই ফোন নম্বর বা কোনও মেসেজ বা কোনও ব্যাঙ্কিং তথ্য শেয়ার করবেন না। আর প্রতারণার চেষ্টা হলে তৎক্ষনাৎ ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ রিপোর্ট করুন। টেলিকম রিসোর্সের অপব্যবহার করে প্রতারণার চেষ্টা হলে সঞ্চার সাথীর ‘চক্ষু’ পোর্টালের মাধ্যমে রিপোর্ট করুন। গোটা দেশে সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য টেলিকম পরিষেবা তৈরি করতে বদ্ধপরিকর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই।