Vivo Phones:ভিভো টি৪আর ৫জি হ্যান্ডসেটের ডিজাইন সামনে এসে গেছে। ভারতের বাজারে আসছে খুব তাড়াতাড়ি। উল্লেখ্য, এটি হল স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে ফোন।
Vivo Phones: ভিভো টি৪আর ৫জি স্মার্টফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে ভিভো। ফ্লিপকার্টে হ্যান্ডসেটটির একটি ব্যানার বিজ্ঞাপন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যাতে ফোনটির স্লিম ডিজাইনটিকেই মূলত দেখানো হয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি গ্রাহকরা সরাসরি কিনতে পারবেন। অন্যতম একটি স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে ফোন হবে ভিভো টি৪আর। এমনটাই দাবি করছে সংস্থাটি। তবে টি৪আর ৫জির দাম বা সঠিক লঞ্চের তারিখ এখনও জানায়নি ভিভো।
ভিভো টি৪আর ৫জি হ্যান্ডসেটের একটি সিলুয়েটও বিজ্ঞাপনে দেখানো হয়েছে
ফোনটি ৭.৩৯ মিমি মোটা হবে বলে জানা গেছে। সম্প্রতি, ভিভো টি৪আর ৫জির দাম সম্পর্কিত তথ্য অনলাইনে চলে এসেছিল। ফোনটির দাম ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে হবে বলে আশা করছেন সবাই। ভিভো টি৪এক্স ৫জি এবং ভিভো টি৪ ৫জি স্মার্টফোনের মাঝামাঝি অবস্থানে এই হ্যান্ডসেটটি বাজারে জায়গা করে নিতে পারে বলে সূত্রের খবর। এই দুটি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা।
ভিভো টি৪আর ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ এসওসি চিপসেট থাকবে বলে জানা গেছে। এটি আইপি৬৮+ আইপি৬৯ জল এবং ধুলোকেও প্রতিরোধ করতে সক্ষম। অন্যদিকে, ভিভো টি৪ ৫জিতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপ রয়েছে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করা ছাড়াও ৭,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে হ্যান্ডসেটটিতে।
এছাড়া ৬.৭৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে
পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল লেন্স) এবং সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ভিভো টি৪এক্স-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এসওসি, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ টাচস্ক্রিন থাকছে ফোনটিতে। ভিভো টি৪-এর মতো, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


