Vivo Smartphone: ভিভো S30-এর রিব্র্যান্ড ভার্সন হল ভিভো V60 5G, টিজারে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

Vivo Smartphone: স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের V60 সিরিজের ভারতীয় টিজার বাজার প্রকাশ করেছে। অগাস্ট মাসে ভিভো V60 5G মোবাইল ভারতে লঞ্চ হবে। ZEISS Portrait So Pro ক্যামেরা সহ ভিভো V60 ভারতে আসছে বলে কোম্পানির এক্স পোস্টে সেই কথা জানানো হয়েছে। ভিভো S30-এর রিব্র্যান্ড ভার্সন হল ভিভো V60 5G বলে ধারণা করা হচ্ছে। ভিভো S30 এর মতোই ডিজাইন দেখা যাচ্ছে V60-তে।

ভিভো V60: ট্রিপল রিয়ার ক্যামেরা

এই বছরের শুরুতে ভিভো V50 সিরিজ ভারতে লঞ্চ করেছিল কোম্পানিটি। এরপর V60 সিরিজও এদেশে আনার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য কোম্পানি একটি ওয়েবপেজ তৈরি করেছে। এতে ভিভো V60 5G-এর স্লিম ডিজাইন, কালার ভ্যারিয়েন্ট, ব্যাটারি ইত্যাদি ফিচার দেখা যাচ্ছে। V60-তে ZEISS ক্যামেরা ক্যাপসুল সহ দুটি রিয়ার সেন্সর থাকবে বলে টিজারে দেখা যাচ্ছে। পিল আকৃতির হবে এই ক্যামেরা মডিউল। এছাড়াও পিছনে আরও একটি ক্যামেরা দেখা যাচ্ছে। ভারতীয় বাজারের জন্য ZEISS পোর্ট্রেট ক্যামেরা মোড থাকবে বলে জানা গেছে।

ভিভো V60: ৬,৫০০ mAh ব্যাটারি

পাতলা বেজেল সহ কার্ভড ডিসপ্লে দেখা যাচ্ছে ভিভো V60-এর টিজারে। V60 এই সেগমেন্টের সবচেয়ে স্লিম স্মার্টফোন হতে পারে। তবে ফোনের পুরুত্ব কত মিলিমিটার তা কোম্পানি জানায়নি। ৬,৫০০ mAh ব্যাটারি থাকবে ভিভো V60-তে। ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। তিনটি রঙে ফোনটি ভারতীয় বাজারে আসবে বলে ভিভো নিশ্চিত করেছে।

Scroll to load tweet…

ভিভো V60: স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ সিলিকন

কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ সিলিকন 4nm ক্লাস চিপসেটে ভিভো V60 লঞ্চ হবে বলে জানা গেছে। পূর্বসূরীর তুলনায় ২৭ শতাংশ বেশি CPU পারফরম্যান্স পাওয়া যাবে। IP68+69 রেটিং থাকায় ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে ফোনটি। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভিভো V60 সিরিজ ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির বিস্তারিত তথ্য আগামী দিনে জানা যাবে।