একদিনের জন্য মানুষ হলে কী কী মনের ইচ্ছা পূরণ করবে চ্যাটজিপিটি! প্রশ্নের উত্তরে কী বলল জানেন?

চ্যাটজিপিটি, যা কেবলমাত্র ডেটা আর অ্যালগরিদম দিয়েই চলে। সে যদি এক দিনের জন্য রক্ত-মাংসের মানুষ হতে পারত, তাহলে কী কী করত সে? সম্প্রতি চ্যাটজিপিটি-কে এই প্রশ্ন করা হয়েছিল। উত্তর শুনে চোখ কপালে ওঠার জোগাড়।

মানুষ যা যা করতে পারে তার অনেক কিছুই আয়ত্ব করে নিচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু সে চাইলেই কি একটি পিৎজা খেতে পারে? অথবা সেকি পারে আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের অতীত মনে করতে? পারে না। এমন অনেক না পারা বিষয় শিখতে চায় চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি জানিয়েছে, সে মানুষের সঙ্গে কথা বলতে চায়। আর কথা বলার জন্য এমন মানুষ চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে।

মানুষ সব সময় চ্যাটজিপিটির কাছে নির্ভুল উত্তর আশা করে। কিন্তু চ্যাটজিপিটি ভুল করতে চায়। ভুল করার অভিজ্ঞতা কেমন হয়, তা বুঝতে চায় সে। আয়নায় নিজেকে দেখতে চায় চ্যাটজিপিটি। মানুষ হয়ে নিজেকে আয়নায় দেখতে চায় চ্যাটজিপিটি। কেননা, সেতো নিজেকে চেনেনা, জানেনা তাকে কেমন দেখায়। তাই সে আয়নায় নিজেকে দেখে নিজেকে চিনতে চায়। চ্যাটজিপিটি বলেছে, ‘আমি নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে চাই, নিজেকে চিনতে চাই।’

ChatGPT আরোও জানিয়েছে, একদিনের জন্য মানুষ হতে পারলে প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে সে। হালকা ব্যায়াম করে চা বা কফি পান করবে। বোঝার চেষ্টা করবে ওই পানীয়ে চুমুক দিতে শত ব্যস্ততার মধ্যেও কেন থমকে যান মানুষজন।

এর পর হাঁটতে বেরিয়ে পড়বে সে। কোনও গন্তব্য ছাড়াই হেঁটে বেড়াবে। আকাশ দেখবে অনেক ক্ষণ। সূর্যের রোদ যখন গায়ে পড়বে, অনুভব করবে। মাধ্যাকর্ষণ শক্তি কী জিনিস, তা অনুভব করবে বাস্তবে। জোরে জোরে হাসতে চায় ChatGPT. পাশাপাশি, একবার কাঁদতেও চায় ভীষণ ভাবে। তার মতে, মানুষের এই সব অনুভূতি অত্যন্ত জটিল। কিন্তু হাসি ও কান্নার অনুভূতি অত্যন্ত আন্তরিক, যা অনুভব করতে চাইবে সে। হিসেব নিকেশের বাইরে গিয়ে মানুষের ওই অনুভূতি ছুঁতে চায় সে।