২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর... শাওমি ১৫ আল্ট্রা আসছে ২৭ ফেব্রুয়ারি, বিশ্বব্যাপী লঞ্চ ২রা মার্চ।
চিনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তাদের নতুন শাওমি ১৫ আল্ট্রা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২৭শে ফেব্রুয়ারি লঞ্চ করবে। প্রথমে চিনে ফোনটির লঞ্চ হবে। এর আগে শাওমি ১৫ আল্ট্রার ডিজাইন চিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনের সাথে কোম্পানির এসইউ৭ আল্ট্রা ইলেকট্রিক কারও সেদিন চীনে লঞ্চ হবে।
শাওমি ১৫ আল্ট্রা ২৭শে ফেব্রুয়ারি চিনা স্থানীয় সময় রাত ৭টায় (ভারতীয় সময় বিকেল ৪.৩০) কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। এর সাথে শাওমির এসইউ৭ আল্ট্রা ইভি, রেডমিবুক ১৬ প্রো ২০২৫, শাওমি বাডস ৫ প্রো ইয়ারবাডসও একই অনুষ্ঠানে শাওমি উপস্থাপন করবে। শাওমি তাদের চিনা ওয়েবসাইট এবং ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে শাওমি ১৫ আল্ট্রার ডিজাইন প্রকাশ করেছে বলে গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে বলা হয়েছে। এমআই মলের মাধ্যমে শাওমি ১৫ আল্ট্রার প্রি-অর্ডার চিনে শাওমি শুরু করেছে। ডুয়েল-টোন ফিনিশে ফোনটি আসছে বলে রেন্ডার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শাওমির পূর্ববর্তী আল্ট্রা সিরিজের ফ্ল্যাগশিপের ক্যামেরা মডিউলের মতো বৃত্তাকার পিছনের ক্যামেরা ইউনিটও রেন্ডারে স্পষ্ট। তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ স্ট্রিপ রিয়ার ক্যামেরা প্যানেলে দেখা যাচ্ছে।
শাওমি ১৪ আল্ট্রার উত্তরসূরি শাওমি ১৫ আল্ট্রা ২রা মার্চ বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিশ্বব্যাপী লঞ্চ হবে।
অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ১৬ জিবি র্যাম, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৯০০ প্রাইমারি সেন্সর (১ ইঞ্চি), ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেন৫ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ ৩এক্স টেলিফোটো সেন্সর, ৪.৩এক্স অপটিক্যাল জুম সহ ২০০ মেগাপিক্সেল এইচপি৯ পেরিস্কোপ লেন্স, সুরক্ষার জন্য আইপি৬৮ + আইপি ৬৯ রেটিং, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জার, ৬.৭৩-ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি ডিসপ্লে ইত্যাদি শাওমি ১৫ আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনের বৈশিষ্ট্য হিসেবে প্রত্যাশা করা হচ্ছে।
