জানুয়ারি ১০-এ ভারতের বাজারে আসছে Xiaomi Pad 7, জেনে নিন দাম ও ফিচার্স
- FB
- TW
- Linkdin
চীনের শাওমি ব্র্যান্ড ভারতে অত্যন্ত জনপ্রিয়। কম দামে অনেক ফিচার, ভালো স্টোরেজ দিচ্ছে xiaomi, এবার ভারতে প্যাড ৭ লঞ্চ করছে। বিশেষ করে xiaomi প্যাড ৭ খুব কম দামে পাওয়া যাবে।
জানুয়ারি ১০ তারিখে ভারতে xiaomi প্যাড ৭ লঞ্চ হচ্ছে। অক্টোবর মাসে প্রথম চীনে লঞ্চ হয়েছিল। এবার ভারতে এই ট্যাবলেট লঞ্চ হচ্ছে। নতুন xiaomi প্যাড ৭ ট্যাব ভারতে লঞ্চ হতে আর মাত্র কয়েকদিন। এর সাথে কৌতূহলও বেড়েছে।
ই-কমার্সের মাধ্যমে পাওয়া যাবে
xiaomi-এর সব পণ্য ই-কমার্স শপিংয়ের মাধ্যমে ভারতে পাওয়া যায়। এটি xiaomi প্যাড ৭-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইতিমধ্যেই অ্যামাজন ভারতে xiaomi প্যাড ৭ লঞ্চ নিশ্চিত করেছে। তাই লঞ্চের মুহূর্ত থেকেই বুকিং শুরু হবে।
xiaomi প্যাড ৭-এ ১১.২ ইঞ্চির LCD স্ক্রিন আছে। এর ফলে ৩.২ রেজোলিউশন (২,১৩৬×৩,২০০ পিক্সেল) স্পষ্টতা পাওয়া যাবে। ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ৯০০ নিটস ব্রাইটনেস আছে। স্ন্যাপড্রাগন ৭+ জেন প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য ১৩MP ক্যামেরা আছে। ৮MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।
xiaomi প্যাড ৭-এর দাম
বেস মডেল অর্থাৎ ৮GB + ১২৮GB ভ্যারিয়েন্টের দাম ২৩,৫০০ টাকা থেকে শুরু হবে। ৮GB + ২৫৬GB মডেলের দাম ২৬,৮০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে। ১২GB + ২৫৬GB ভার্সনের দাম ৩০,০০০ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।