সংক্ষিপ্ত
নিজের চ্যাটে ডিলিটেড মেসেজ লেখা দেখলে মনে প্রশ্ন জাগে যে এমন কি ছিল চ্যাটে যেটা ডিলিট করে দিলেন সেন্ডার। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস জানানো হল যেখানে আপনি ডিলিট করে দেওয়া মেসেজ পড়তে পারবেন।
বর্তমানে মেসেজিং অ্যাপগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে ব্যবহারকারীদের উন্নত পরিষেবার দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট করা হয়। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে 'Delete for Everyone' ফিচার্স নিয়ে আসা হয়েছিল । এর জেরে বেশ অনেকটাই সুবিধা হয়েছিল ব্যবহারকারীদের । কারণ কখনও ভুল করে কোনও মেসেজ চলে গেলে ডিলিট ফর এভরিওয়ান করতেই সমস্ত চ্যাট গায়েব হয়ে যেত।
তবে স্বাভাবিক ভাবেই নিজের চ্যাটে ডিলিটেড মেসেজ লেখা দেখলে মনে প্রশ্ন জাগে যে এমন কি ছিল চ্যাটে যেটা ডিলিট করে দিলেন সেন্ডার। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস জানানো হল যেখানে আপনি ডিলিট করে দেওয়া মেসেজ পড়তে পারবেন। আপনি যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে নিচে দেওয়া টিপসগুলো আপনার অনেক কাজে আসতে পারে।
ডিলিট ম্যাসেজ পড়ার পদ্ধতি
নোটিফিকেশন হিস্ট্রি
ডিলিট করা মেসেজ পড়ার জন্য এটি হল প্রথম পদ্ধতি, যেটা Google নিজেই অ্যান্ড্রয়েডে ইন্টিগ্রেট করেছে। নোটিফিকেশন হিস্ট্রি আপনার দ্বারা বাতিল করা নোটিফিকেশনগুলিও স্টোর করে রাখে। যেকোনো নোটিফিকেশনে ট্যাপ করলে আপনি সরাসরি অ্যাপে চলে যাবেন, যেখানে আপনি মেসেজ অ্যাক্সেস করতে পারবেন।
WhatsApp এবং ইনস্টাগ্রামে যখন কোনও মেসেজ আসে তখন সেটা সবার প্রথমে নোটিফিকেশনে দেখা যায়। এই অবস্থায় ডিলিট এবং আনসেন্ড মেসেজ নোটিফিকেশনে পড়া যাবে। নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনারা নোটিফিকেশন হিস্ট্রি ট্যাব বের করতে পারবেন।
স্টেপ ১: সবার প্রথমে আপনার ফোনে সেটিংস অ্যাপ খুলতে হবে। তারপর আপনাকে নোটিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে এবং নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করতে হবে।
স্টেপ ২: তারপর আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি enable করতে হবে।
স্টেপ ৩: এভাবে আপনি WhatsApp বা ইনস্টাগ্রামে যে কোনও ডিলিট করা মেসেজ দেখতে পাবেন।
তবে নোটিফিকেশন হিস্ট্রিতে মেসেজ শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই সেভ করা যায়। তারপরে এই মেসেজগুলি ডিলিট হয়ে যায়।
তবে গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে । এর মধ্যে রয়েছে WAMR ও WhatsRemoved+। এই অ্যাপ ডাউনলোড করে কয়েকটি Permission দিতে হবে । 'Delete for Everyone' করা সমস্ত মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।