ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ঘটনা বিমানটিতে একশো ছত্রিশজন যাত্রী ছিলেন প্রাণে বেঁচেছেন সকলেই

রানওয়ের মাটি ছুঁয়ে ফেলেছে বিমানI যাত্রীরা কয়েক মিনিটের মধ্যেই নামবেন বলে প্রস্তুতিও নিচ্ছেনI কিন্তু তারপরেই বিপত্তিI পাইলটের ভুলে রানওয়ে ছাড়িয়ে সোজা নদীর মধ্যে নেমে গেল আস্ত বোয়িং বিমান! ভিতরে থাকা একশো ছত্রিশজন যাত্রী প্রাণভয়ে শোরগোল শুরু করে দিয়েছেনI শেষ পর্যন্ত অবশ্য বরাতজোরে রক্ষা পেয়েছেন প্রত্যেকেইI

শুক্রবার স্থানীয সময় রাত সাড়ে নটা নাগাদ এমনই কাণ্ড ঘটেছে ফ্লোরিডার জ্যাকসনভিল নৌবাহিনীর বিমানবন্দরেI বিমানবন্দরের রানওয়ের শেষেই রয়েছে সেন্ট জনস নদী। রানওয়ের নির্দিষ্ট সীমার মধ্যে পাইলট বিমান থামাতে না পারায় তা সোজা গিয়ে নদীতে নেমে যায়I এর পরে নদীর জলেই ভাসতে থাকে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজI একে একে বিমানে থাকা সব যাত্রী এবং বিমানকর্মীদের উদ্ধার করা হয়I

Scroll to load tweet…

জ্যাকসনভিল শহরের মেয়র টুইট করে ঘটনার কথা জানানI বিমানের যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি বিমানের জ্বালানি যাতে নদীর জলে না মেশে সেদিকেও নজর দেওয়া হয়I 

পরে শহরের শেরিফও টুইট করে জানান যে সব বিমানযাত্রীই নিরাপদে রয়েছেন. ভাগ্যক্রমে নদীর ওই অংশে জলস্তর কম থাকায় বিমানটি ডুবে যায়নিI জানা গিয়েছে, বিমানটি মায়ামি এয়ার ইন্টারন্যাশনাল সংস্থারI নদীতে অল্প জল থাকায় সেটির বিশেষ ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছেI বিমানটি গুযেনতেনামো বে-র বিমানঘাঁটি থেকে উড়েছিলI 

এই ঘটনায় বিমানসংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নিI তবে বোয়িং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনা সম্পর্কে অবগত এবং তথ্য সংগ্রহ করছেনI