- ৪৬তম রাষ্টপতি হিসেবে শপথ গ্রহণ জো বাইডেনের
- শপথ গ্রহণ করলেন কমলা হ্যারিস
- হোওয়াট হাউস ছাড়লেন ট্রাম্প
- শুভেচ্ছা জানিয়ে গেলেন বাইডেনকে
শপথ গ্রহণের আগে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছিলেন আজ আমেরিকার জন্য নতুন একটি দিন। আর মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সময় বললেন গণতন্ত্রকেই সবখেরে বেশি গুরুত্ব দেবেন। ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জো বাইডেন। আর মার্কিন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে রেকর্ড তৈরি করছেন ভারতীয় বংশোদ্ভূত কমল্যা হ্যারিস। তিনি হলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি।
মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সময় ডো বাইডেন বলেন, তিনি সেব শক্তিগুলিকে চেনেন যেগুলি তাঁদের বিভিক্ত করার চেষ্টা করে। পাশাপাশি তিনি এটাও জানেন এটা কোনও নতুন ব্যাপার নয়। ইতিহাস বলছে এজাতীয় ঘটনা আগেও ঘটেছে। কিন্তু আদর্শকে বাঁচানোর জন্য মার্কিনিদের একটি অতীত রয়েছে। যেখানে তারা বর্ণবৈষম্য, নাতিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনি আরও বলেছেন আমেরিকাকে একত্রিত করা আর আমেরিকানকে ঐক্যবদ্ধ করারই হবে তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন এটা কোনও প্রার্থীর জয় নয়। এটা গণতন্ত্রের জয়। বাইডেন বলেন বর্তমানে গণতন্ত্র বিরাজ করছে।
Today, we celebrate triumph not of a candidate but of a cause, the cause of democracy. People & will of the people have been heard. We have learned again that democracy is precious, democracy is fragile & at this hour, my friends, democracy has prevailed: US President Joe Biden https://t.co/DIzdGZKjj9 pic.twitter.com/4ws80I7B6m
— ANI (@ANI) January 20, 2021
এদিন বাইডেনের সঙ্গে উপরাষ্ট্রতি হিসেবে শপথ গ্রহণ করেন কমল্যা হ্যারিস। জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমল্যা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাউডু।
US: Kamala Harris sworn-in as the first female Vice President of the United States of America. pic.twitter.com/fYEcCd5oD4
— ANI (@ANI) January 20, 2021
My warmest congratulations to Joe Biden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership: Prime Minister Narendra Modi https://t.co/DIzdGZKjj9 pic.twitter.com/50oA0r0Dl3
— ANI (@ANI) January 20, 2021
Congratulations & best wishes to Joe Biden & Kamala Harris on being sworn in as President & Vice President of USA. India-US ties are based on many shared values & I'm sure that partnership between the two nations will get further cemented in coming years: VP M Venkaiah Naidu pic.twitter.com/xxb2hCIKor
— ANI (@ANI) January 20, 2021
বাইডেন আর হ্যারিসের শপথ গ্রহণের কিছু আগেই হোয়াইট হাউসে চেড়ে পত্নিকে নিয়ে চলে যান ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে তিনি বাইডেনের প্রশাসনের সাফল্য কামনা করেন। তবে একই সঙ্গে তিনি বলেন এই দেশের আর কোনও ভালো হতে পারে না। তিনি একবারও বাইডেনের নাম উচ্চারণ করেনি। পাশাপাশি তিনি জনগণের উদ্দেশ্যে বলেন তিনি তাঁদের হয়ে যে লড়াই শুরু করেছেন তা আগামী দিনেও চালিয়ে যাবেন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 20, 2021, 11:21 PM IST