এই স্বপ্নগুলি দেখলেই বুঝবেন হাতে আসছে প্রচুর টাকা, কৃপা পাবেন মা লক্ষ্মীর

হিন্দু শাস্ত্রমতে কোনও ব্যক্তি যখন কোনও স্বপ্ন দেখেন তখন সেই স্বপ্নের সঙ্গে সেই ব্যক্তি ভূত-ভবিষ্য়ত জড়িয়ে যায়। আগামী দিনে সেই মানুষটির জন্য কী অপেক্ষা করছে তারও ইঙ্গিত দেয় স্বপ্ন। তেমনই বলছে জ্যোতিষ। অনেক স্বপ্ন শুভ - অনেক স্বপ্ন আবারর অশুভ।

Share this Video

হিন্দু শাস্ত্রমতে কোনও ব্যক্তি যখন কোনও স্বপ্ন দেখেন তখন সেই স্বপ্নের সঙ্গে সেই ব্যক্তি ভূত-ভবিষ্য়ত জড়িয়ে যায়। আগামী দিনে সেই মানুষটির জন্য কী অপেক্ষা করছে তারও ইঙ্গিত দেয় স্বপ্ন। তেমনই বলছে জ্যোতিষ। অনেক স্বপ্ন শুভ - অনেক স্বপ্ন আবারর অশুভ। স্বপ্নের যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে- তেমনই জ্যোতিষ ব্যাখ্যাও রয়েছে। জ্যোতিষমতে আগামী দিনের ইঙ্গিত দেয় স্বপ্ন। কোনও খারাপ কিছু ঘটনার আগে তার খবর পায় মন। তাই স্বপ্নের মাধ্যমে মানুষকে জানিয়ে দেয়। বেশ কিছু স্বপ্ন রয়েছে যেগুলি কোনও ব্যক্তি ধরে নিতে পারেন তাঁর ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদের হাত থাকবে। তাঁর হাতে কোনও না কোনয়ও ভাবে টাকা আসছে। জ্যোতিষ অনুযায়ী স্বপ্নের ব্যাখা তেমনই বলছে। হিন্দুশাস্ত্র মতে সাদা বাড়ি বা রাজপ্রাসাদের স্বপ্ন দেখা খুবই শুভ। 
তেমনই গরু ও গরুর দুধ দেওয়াও শুভ স্বপ্নের মধ্যে পড়ে। 

Related Video